হৈমন্তী শুক্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হৈমন্তী শুক্লা
প্রাথমিক তথ্য
জন্ম (1949-02-02) ফেব্রুয়ারি ২, ১৯৪৯ (বয়স ৭৫)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনহিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
কার্যকাল১৯৭২–বর্তমান

হৈমন্তী শুক্লা (জন্ম: ফেব্রুয়ারি ২, ১৯৪৯) একজন বাঙালি গায়িকা।[১] তার পরিবার ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের অনুসারী এবং এটি তাকে একজন ধ্রুপদী প্রশিক্ষিতা গায়িকাতে পরিণত হতে সাহায্য করেছিল। [২][৩] ১৯৭২ সালে তার প্রথম রেকর্ড করা গানটি ছিল এতো কান্না নয় আমার

প্রথম জীবন[সম্পাদনা]

হৈমন্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে সুবিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসংগীতশিল্পী পণ্ডিত হরিহর শুক্লার গৃহে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবার কাছ থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত হন।

প্রথম রেকর্ড[সম্পাদনা]

২১ বছর বয়সে ১৯৭০ সালে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে একটি ছড়া গান।

প্রথম পুজোর গান[সম্পাদনা]

২৩ বছর বয়সে ১৯৭২ সালে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়এর লেখা 'এতো কান্না নয় আমার'।

সংগীত জীবন[সম্পাদনা]

১৯৮৬-৮৭ এ পণ্ডিত রবিশঙ্কর-এর সুরে বাংলা গান করেন। বলিউডের চলচ্চিত্রে তার গাওয়া একটি জনপ্রিয় গান হল “কঁহা সে আয়া বদরা”।

চলচ্চিত্র[সম্পাদনা]

  • অমৃতা (২০১২)
  • আরোহণ (২০১০)
  • মুসলমানীর গল্প (২০১০)
  • ১ নম্বর প্লাম ভিলা (২০০৯)
  • অন্তরতম (২০০৮)
  • গান্ধর্বী (২০০২)
  • ভক্তের ভগবান (১৯৯৭)
  • দর্পচূর্ণ (১৯৮০)
  • সিস্টার (১৯৭৭)
  • অসাধারণ (১৯৭৭)
  • আমি সে ও সখা(১৯৭৭)

পুরস্কার[সম্পাদনা]

বছর প্রতিষ্ঠান/পুরস্কার চলচ্চিত্র/গান
১৯৭৩ প্রতিশ্রুতি পরিষদ পুরস্কার সংগীত পুরস্কার
১৯৭৮ বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি শ্রেষ্ঠ গায়িকা চলচ্চিত্র: বালক শরৎচন্দ্র
১৯৮২ সুর শৃঙ্গার আকাডেমি
মিঞা তানসেন পুরস্কার
১৯৮২ বাংলা চলচ্চিত্র প্রচার সংসদ চলচ্চিত্র: বোধনী
১৯৮২ বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি রাম কাহাত হ্যায় হ্যায় (হিন্দি)
১৯৯৯ বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ, সিঙ্গাপুর
১৯৯৯ এন.এ.বি.সি. বিশ্বজোড়া সহস্রাব্দ উদযাপন
২০০৫ কলাকার পুরস্কার[৪] সেরা সংগীত অ্যালবাম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Singer's biography Gomolo"। ৩ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১২ 
  2. "Haimanti Sukla website"। ১৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১২ 
  3. "Biography at Salilda.com"। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১২ 
  4. "Kalakar award winners" (পিডিএফ)। Kalakar website। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]