বিষয়বস্তুতে চলুন

কবির বকুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কবির বকুল
জন্ম২১ নভেম্বর, ১৯৬৬
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণগীতিকার, সাংবাদিক
দাম্পত্য সঙ্গীদিনাত জাহান মুন্নী
সন্তানপ্রেরণা, প্রতীক্ষা ও প্রচ্ছদ

কবির বকুল (জন্ম: ২১ নভেম্বর, ১৯৬৬) বাংলাদেশের একজন গীতিকার। এছাড়া তিনি সাংবাদিক হিসেবেও কাজ করছেন। সেরা গীতিকার হিসেবে তিনি ২০০৮[], ২০০৯[], ২০১০[], ২০১৩[], ২০১৮ ও ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

কবির বকুল ১৯৬৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। তাদের দুই মেয়ে প্রেরণা, প্রতীক্ষা ও ছেলে প্রচ্ছদ।

কর্মজীবন

[সম্পাদনা]

কবির বকুল ১৯৯৩ সালে দৈনিক ভোরের কাগজে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রথম আলোতে কর্মরত ছিলেন। মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হিসেবে কর্মরত ছিলেন ২০১১ জুলাই থেকে ২০১৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত। ২০১৫ সালের ১ জুন থেকে তিনি তার পু​রনো কর্মস্থল দৈনিক প্রথম অালোতে আবার যোগ দিয়েছেন । তিনি ১৯৯৪ সালে অগ্নি সন্তান চলচ্চিত্রে প্রথম গান লেখেন। এ গানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কার শ্রেষ্ঠ গীতিকারের মনোনয়ন পেয়েছিলেন। []

সংগীত

[সম্পাদনা]

কবির বকুল ১৯৮৬ সাল থেকে কবিতা, গান লেখালেখির সাথে জড়িত। ১৯৮৮ সালে তিনি প্রথম ১৩টি গান লিখে শিল্পী তপন চৌধুরীকে দেন। সেখান থেকে দুটি গান দুটি অ্যালবামে আসে। প্রথম গান ছিল 'কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে রিনিঝিনি বেজেছে' যার গায়ক ছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু। দ্বিতীয় গানটি ছিল 'পথে যেতে যেতে খুঁজেছি তোমায়' যার গায়ক ছিলেন শিল্পী নাসিম আলী খান। এখন পর্যন্ত তিনি ৮ শতাধিক চলচ্চিত্রে তিন সহশ্রাধিক গান লিখেছেন। সবমিলিয়ে প্রায় পাঁচ হাজারের বেশি গান লিখেছেন। []

জনপ্রিয় গান

[সম্পাদনা]

চলচ্চিত্রের গান

[সম্পাদনা]
  1. যায় দিন যায় একাকী
  2. কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে
  3. আমার মাঝে নেই এখন আমি
  4. দুঃখটাকে দিলাম ছুটি
  5. আসবার কালে আসলাম একা
  6. আকাশ ছুঁয়েছে মাটিকে
  7. এত ভালোবেসো না আমায়
  8. লাজুক পাতার মত লজ্জাবতী
  9. তোমারে দেখিলো পরানো ভরিয়া
  10. একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো
  11. কই গেলা নিঠুর বন্ধু রে
  12. জল পড়ে পাতা নড়ে
  13. নয়নও ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে
  14. ও প্রিয় আমি তোমার হতে চাই
  15. আমি নিঃস্ব হয়ে যাব জানো না
  16. বলো না কেন ওই আকাশ নেমে আসে
  17. এক কাপ চা
  18. প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
  19. গভীরে আরও গভীরে
  20. হও যদি ওই নীল আকাশ
  21. টুকরো টুকরো করে দেখো
  22. এই হৃদয়ের সাদা কাগজে
  23. প্রিয়া আমার প্রিয়া
  24. দিল দিল দিল
  25. বুবলি বুবলি
  26. লাভ ম্যারেজ
  27. আকাশ ছোঁয়া ভালোবাসা
  28. এক মুঠো প্রেম যদি দাও
  29. নাম্বার ওয়ান শাকিব খান
  30. ভালোবাসা হয়ে যায়
  31. আঙুল ছুঁয়েছে আঙুল তোমার
  32. বধু বেশে কন্যা যখন এলো রে
  33. যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল
  34. প্রেমী ও প্রেমী
  35. সূর্য ডুবে গেলে সব অন্ধকার
  36. তুই কি আমার হবি রে
  37. বুক চিনচিন করছে হায়
  38. তুমি ছাড়া একদিন
  39. খন্ড বিখন্ড প্রেম
  40. আইতে দেখি যাইতে দেখি
  41. দিনেতে সূর্য ভালো চাঁন্দেরই আলো না
  42. তুমি আমার জীবন (বীর)

অ্যালবামের গান

[সম্পাদনা]
  1. নিঃসঙ্গতা (সোল্‌স)
  2. ব্যস্ততা (সোল্‌স)
  3. কালো মাইয়া কালো বইলা
  4. পৃথিবীর মত হৃদয়টাকে
  5. প্রিয়ার মনের কথা বিধাতা জানে
  6. দেখলে তোমায় মনটা আমার চমকে যায়
  7. ফুল যত সুন্দর হয় না কেন
  8. ভাবতে পারি না
  9. তোমাকে দেখলেই মৌনতা ভুলে যাই
  10. চন্দ্রিমা রাত্রিতে কিংশুক সৌরভে
  11. আমার এক নয়ন তো দেখে নারে
  12. রমনার বটমুলে কথা হবে প্রাণ খুলে
  13. বাজে রে বাজে ঢোল আর ঢাক
  14. আকাশের বুক থেকে কিছুটা নীল এনে
  15. যদি ভুল করে কাছে এসে থাকি (অনুশোচনা)
  16. তুমি মেঘ দেখেছো তুমি ঝড় দেখেছো
  17. তোমার পথ আমার পথ ভিন্ন হতে পারে (রুনা লায়লা সাবিনা ইয়াসমীন)
  18. যে আকাশ তার সবুজ ভুমির দিকে তাকিয়ে সম্ভাবনার কথা বলে
  19. এখনো হয় ভোর শিশির ছড়ায় ঘাসে’
  20. চাঁদ তারা নদী ফুল আকাশ বলো
  21. তুমি হৃদয়ের আয়না (কনা–ইমরান)

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১৩, ২০১৮, ২০২০
  • বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার ১৯৯৮, ২০০৬, ২০১৩
  • বাংলাদেশ প্রযোজক সমিতি পুরস্কার, ২০০১
  • বিনোদন বিচিত্রা পুরস্কার ২০০৯
  • সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০০৪,২০২২
  • ঢালিউড অ্যাওয়ার্ড, নিউইয়র্ক ২০১৫
  • চ্যানেল এস (যুক্তরাজ্য) অ্যাওয়ার্ড ২০১০
  • রোটারি ক্লাব, চাঁদপুর ​আজীবন সম্মাননা ২০১৪
  • চাঁদপুর প্রেস ক্লাব সম্মাননা ২০২৪
  • টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার সেরা গীতিকার ২০০৪, ২০০৫, ২০০৬, ২০১৭[]
  • সিনে জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড ২০০৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"। ২০১৩-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৩ 
  2. "দৈনিক জনকন্ঠ"। ২০১৪-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৯-০৫ 
  3. "bdnews24.com"www.bdnews24.com। ৭ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২ 
  4. "দৈনিক যুগান্তর" 
  5. "বকুলের হ্যাট্রিক"। ৯ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৪ 
  6. "বিবিসির সাথে গানগল্প - BBC বাংলা"BBC বাংলা 
  7. "প্রদান করা হলো ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭"দৈনিক ইত্তেফাক। ২০ ফেব্রুয়ারি ২০১৮। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 

বহি:সংযোগ

[সম্পাদনা]