আফজাল হোসেন
আফজাল হোসেন | |
---|---|
![]() আফজাল হোসেন, ঢাকা ২০১৮ | |
জন্ম | পারুলিয়া, সাতক্ষীরা | ১৯ জুলাই ১৯৫৪
পেশা | অভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী |
কর্মজীবন | ১৯৭৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | তানজিন হালিম মনা |
পুরস্কার | একুশে পদক (২০২২) |
আফজাল হোসেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক লাভ করেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আফজাল হোসেন ১৯৫৪ সালের ১৯শে জুলাই তৎকালীন পূর্ববাংলার সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আশরাফ হোসেন ছিলেন একজন মেডিকেল অফিসার। তার ভাইয়ের নাম আলফাজ হোসেন এবং বোন রুমানা আফরোজ।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট কলেজে পড়েছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন এবং বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি বক্স-অফিস হিট করা "দুই জীবন", "নতুন বউ" এবং "পালাবি কোথায়" সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। বাংলাদেশের মডেলিং জগৎ কে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য।[৩] ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'শুধু একটাই পা'। এছাড়া তিনি ছবিও আঁকেন। বর্তমানে তিনি নাট্য পরিচালক হিসেবেও কাজ করছেন।[৪]
আফজাল-সুবর্ণা জুটি
[সম্পাদনা]১৯৮০-র দশকে বাংলাদেশের নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকপ্রিয়তা লাভ করে। তাদের অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে “কুল নাই কিনার নাই”, “পারলে না রুমালি”, “জোহরা”, “ওহ দেবদুত”, “রক্তের আঙ্গুরলতা”, ইত্যাদি।[৪] ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চেও তারা জুটি হিসেবে দর্শকদের মন জয় করতে সক্ষম হন।[৪] তাদেরকে ছোট পর্দার চিরসবুজ জুটি বলা হয়। [৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আফজাল হোসেন তানজিন হালিম মনাকে বিয়ে করেন। তাদের দুইজন পুত্র সন্তান রয়েছে।[৬]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]টেলিভিশন নাটক
[সম্পাদনা]সাল | শিরোনাম | পরিচালক | সহশিল্পী |
---|---|---|---|
১৯৮৮ | বহুব্রীহি | হুমায়ূন আহমেদ | লুৎফর নাহার লতা |
চেহারা | |||
হৃদয় থেকে পাওয়া | |||
ভোকাট্টা | |||
হঠাৎ বৃষ্টি | ফারিয়া হোসেন | সাদিয়া ইসলাম মৌ, তারিন আহমেদ | |
১৯৯৫ | শুধু তোমার জন্য | সুবর্ণা মোস্তফা | |
মন ময়ূরী | শমী কায়সার | ||
ভালোবাসা তোমার আমার | রেহনুমা, শম্পা | ||
সুখের ছাড়পত্র | লুবনা আহমেদ | ||
তুমি কি সেই মেয়ে | সাদিয়া ইসলাম মৌ, তারিন |
চলচ্চিত্র
[সম্পাদনা]সাল | সিনেমা | পরিচালক | সহশিল্পী |
---|---|---|---|
দুই জীবন | দিতি | ||
নতুন বউ[৩] | |||
পালাবি কোথায় | শাবানা, সুবর্ণা মোস্তফা, চম্পা, হুমায়ুন ফরীদি | ||
ঢাকা অ্যাটাক |
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]বই
[সম্পাদনা]- শুধু একটাই পা (কবিতা)
- কোনো জোনাকি এ অন্ধকার চেনেনা (কবিতা)
- বিরহকাল (উপন্যাস)
- কানামাছি (উপন্যাস)
- পারলেনা রুমকি (উপন্যাস)
- কুসুম ও কীট (উপন্যাস)
- মানস ভ্রমণ (ভ্রমণ রচনা)[৭]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]- একুশে পদক (২০২২)
- সেলিম আল দীন লোকনাট্য পদক (২০২২)[৮]
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২১ অক্টোবর ২০২৩ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | বোধ | মনোনীত | [৯] |
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | রিফিউজি | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংবাদ বিজ্ঞপ্তি একুশে পদক ২০২২ প্রদান" (পিডিএফ)। moca.gov.bd। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ আফজাল হোসেন (সেপ্টে ২৩, ২০১৫)। "ঈদ জোয়ারের টান"।
- ↑ ক খ Patracia Moutushi (২০১৩-০৭-২৯)। "Afzal on stage again"। Priyo News। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১৫।
- ↑ ক খ গ "আফজাল হোসেন"। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আবারো একসঙ্গে আফজাল-সুবর্ণা"। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬।
- ↑ "আফজাল হোসেনের ক'জন মেয়ে?"। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬।
- ↑ "বইমেলায় তারকাদের বই"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "পুঠিয়ায় দুলাল বাংলা লোকনাট্য উৎসব"। ১৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২।
- ↑ "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আফজাল হোসেন (ইংরেজি)