কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | কিশোরগঞ্জ জেলা, ঢাকা বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথ |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯১২-১৯১৮ |
অবস্থান | |
![]() |
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের কিশোরগঞ্জ শহরে অবস্থিত ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথের একটি রেলওয়ে স্টেশন। এটি কিশোরগঞ্জ শহরের দক্ষিণাংশে করগাও বাসস্ট্যান্ড এর দক্ষিণে এবং সাত মাথা মোড় থেকে উত্তরে অবস্থিত। এটি জশোদলপুর রেলওয়ে স্টেশন ও নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্টেশন। ঢাকা বিমানবন্দর থেকে কিশোরগঞ্জ রেলস্টেশনের দুরত্ব প্রায় ৯০ কিলোমিটার এবং ভৈরব জংশান থেকে প্রায় ৫০ কিলোমিটার। এ স্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস, গোধুলি প্রভাতীর মত বিলাসবহুল ট্রেন চলাচল করে। একটি মিটারগেজ রেললাইন ও দুটি প্লাটফর্ম দিয়ে এটি কিশোরগঞ্জ শহর ও তার পার্শ্ববর্তী এলাকাকে পরিসেবা প্রদান করে। ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের অতিরিক্ত মানুষ বহনের জন্য এ স্টেশনে অতিরিক্ত ট্রেন চলাচল করে।[১]
ইতিহাস
[সম্পাদনা]কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ১৯১২ থেকে ১৯১৮ সালে তৈরি ময়মনসিংহ- গৌরীপুর- ভৈরব লাইনের সাথে চালু হয়।[২]
পরিষেবা
[সম্পাদনা]- কিশোরগঞ্জ এক্সপ্রেস
- এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস
- এগারো সিন্ধুর গোধুলী এক্সপ্রেস
- বিজয় এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- ঈশা খাঁ এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লি"। সমকাল। ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪।