ধীরাশ্রম রেলওয়ে স্টেশন
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ধীরাশ্রম রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
![]() | |
অবস্থান | গাজীপুর জেলা ঢাকা বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৮৮৫ |
অবস্থান | |
![]() |
ধীরাশ্রম রেলওয়ে স্টেশন[১] বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার মহানগরীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[২]
ইতিহাস[সম্পাদনা]
বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নতমানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। ১৮৮৫ সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৪৪ কিমি দীর্ঘ মিটারগেজ রেললাইন স্থাপন করা হয়। এসময় এই লাইনের স্টেশন হিসেবে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।[৩]
অবস্থান[সম্পাদনা]
ধীরাশ্রম রেলওয়ে স্টেশন জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন ও টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন এর মাঝে অবস্থিত।
পরিষেবা[সম্পাদনা]
ধীরাশ্রম রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- একতা এক্সপ্রেস
- পঞ্চগড় এক্সপ্রেস
- দ্রুতযান এক্সপ্রেস
- জামালপুর এক্সপ্রেস
- সিরাজগঞ্জ এক্সপ্রেস
- লালমনি এক্সপ্রেস
- রংপুর এক্সপ্রেস
- নীলসাগর এক্সপ্রেস
- কুড়িগ্রাম এক্সপ্রেস
- সিল্কসিটি এক্সপ্রেস
- ধুমকেতু এক্সপ্রেস
- পদ্মা এক্সপ্রেস
- বনলতা এক্সপ্রেস
- সুন্দরবন এক্সপ্রেস
- চিত্রা এক্সপ্রেস
- মৈত্রী এক্সপ্রেস
- বেনাপোল এক্সপ্রেস
- রাজশাহী এক্সপ্রেস
- তিস্তা এক্সপ্রেস
- অগ্নিবীণা এক্সপ্রেস
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস
- যমুনা এক্সপ্রেস
- হাওর এক্সপ্রেস
- মোহনগঞ্জ এক্সপ্রেস
- দেওয়ানগঞ্জ কমিউটার
- জামালপুর কমিউটার
- ভাওয়াল এক্সপ্রেস
- বলাকা কমিউটার
- মহুয়া এক্সপ্রেস
- টাঙ্গাইল কমিউটার
- ঢাকা কমিউটার
- কালিয়াকৈর কমিউটার
- তুরাগ কমিউটার ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ↑ roy, Joydeep। "Dhirasram Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২"। Dhakatimes24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।