ইয়াহিয়া
(ব্যবহারকারী:Ieahhiea থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ব্যবহারকারী পাতা | বার্তা | স্ক্রিপ্ট | বাবেল | প্রয়োজনীয় সংযোগ |
আমার সম্পর্কে
আমি ইয়াহিয়া। উইকিপিডিয়ায় আমার মূল আগ্রহের বিষয় ধ্বংসপ্রবণতা রোধ ও নতুন নিবন্ধ তৈরি। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আগ্রহের জায়গা নেই। এক্ষেত্রে খেয়ালই বেশি প্রাধান্য পায়। আমি ধর্ম ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে এবং নিজস্ব বিচারবোধের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমেই সম্পাদনা করার চেষ্টা করি। এরপরেও আমার কোনো সম্পাদনা নিয়ে আপত্তি থাকলে আপনাকে তা সংশোধনের জন্য সর্বদাই স্বাগত জানাই।
বাংলা উইকিপিডিয়ায় আমার রোলব্যাক, নিরীক্ষণ ও স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার আছে। ইংরেজি উইকিপিডিয়ায় ও আমার রোলব্যাক অধিকার আছে। তবে, আমার মূল কাজের জায়গা বাংলা উইকিপিডিয়া। এছাড়া আমি স্মল উইকি মনিটরিং টিমের সদস্য হিসেবে ছোট উইকিপ্রকল্প গুলোতে ধ্বংসপ্রবণতা রোধে কাজ করি। যে কোনো অনুসন্ধান, আপত্তি, মতামতের জন্য আমার আলাপ পাতা ব্যবহারের আমন্ত্রণ জানাচ্ছি।
![]() | এই ব্যবহারকারীর ইয়াহিয়া নামে একটি বিকল্প অ্যাকাউন্ট আছে। |