জিএসটি ভর্তি পরীক্ষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা
ধরনভর্তি পরীক্ষা
উন্নতিকারক / পরিচালকজিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটি
পরীক্ষার বিষয়সমূহনিচে দেখুন
উদ্দেশ্যবিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রামে ভর্তি
প্রথম গ্রহণ২০২১; ৩ বছর আগে (2021)
পরীক্ষার সময়১ ঘণ্টা
নম্বর / গ্রেডের সীমা১০০
স্কোর / গ্রেডের স্থায়িত্ব১ বছর
যতবার হয়বছরে একবার
দেশ / অঞ্চলবাংলাদেশ
ভাষাবাংলাইংরেজি
পরীক্ষার্থীদের বার্ষিক সংখ্যাবৃদ্ধি ৩,০৫,৩৪৬ জন (২০২৪)
ফি৳১৫০০ টাকা
স্কোর / গ্রেড ব্যবহারকারীগুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ
ওয়েবসাইটgstadmission.ac.bd

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা (GST- General, Science & Technology) হলো বাংলাদেশের একটি বার্ষিক সমন্বিত ভর্তি পরীক্ষা। এর মাধ্যমে ১১টি সাধারণ ও ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা যাচাই করা হয়।[১] সর্বশেষ ২০২৪ সালে ৩,০৫,৩৪৬ জন শিক্ষার্থী গুচ্ছভুক্ত ২৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করে।[২]

জিএসটি প্রক্রিয়ার বাইরে বাংলাদেশের কৃষি ও কৃষিপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় কৃষিভিত্তিক গুচ্ছ পদ্ধতিতে এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে "প্রকৌশল গুচ্ছ" ভর্তি পরীক্ষা নেওয়া হয়।[৩] স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত ও ১৯৭৩ সালের একটা অধ্যাদেশের অধীনে পরিচালিত ৪টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ছাড়াও কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ প্রক্রিয়ার আওতার বাইরে আছে। তবে বাংলাদেশ সরকার ও ইউজিসি সব সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।[৪]

ইতিহাস[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২০ সালের ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য জিএসটি সিস্টেমে ভর্তি পরীক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।[৩] পরের শিক্ষাবর্ষে আরও দুটি যোগ হয়ে মোট ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অন্তর্ভূক্ত হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ অনুযায়ী নতুন আরো ২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ ২০২২-২০২৩ ভর্তি সেশন থেকে ২৪ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নেয়।

২০২০-২০২১ শিক্ষাবর্ষ[সম্পাদনা]

বিভাগ / ইউনিট পরিক্ষার তারিখ আবেদন পরিক্ষায় অংশগ্রহণ পাসের হার % মোট আবেদন সূত্র
ক/A ইউনিট – (বিজ্ঞান) ১৭ অক্টোবর ২০২১ ১,৩১,৯০৫ ১,১৮,৭১১ ৩,৬১,৪০৬ [৫]
খ/B ইউনিট – (মানবিক) ২৪ অক্টোবর ২০২১ ৬৭,১১৭ ৬৩,৫১৮ [৬][৭]
গ/C ইউনিট – (বানিজ্য) ১ নভেম্বর ২০২১ ৩৩,৪৩৭ [৮]

২০২১-২০২২ শিক্ষাবর্ষ[সম্পাদনা]

বিভাগ / ইউনিট পরিক্ষার তারিখ আবেদন পরিক্ষায় অংশগ্রহণ পাশের হার % মোট আবেদন সূত্র
ক/A ইউনিট – (বিজ্ঞান) ৩০ জুলাই ২০২২ ১,৬১,৭৬৭ ৫৫.৬৩ [৯][১০]
খ/B ইউনিট – (মানবিক) ১৩ আগস্ট ২০২২ ৯০,৬৩৭ ৫৬.২৬ [১১]
গ/C ইউনিট – (বানিজ্য) ২০ আগস্ট ২০২২ ৪২,১৮০ ৩৯,০৭৩ ৫৯.৪৫ [১২]

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সারা দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ লাখ ৬১ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। পরীক্ষায় পাস করেছেন ৮৫ হাজার ৫৮২ জন। পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।[১০]

২০২২-২০২৩ শিক্ষাবর্ষ[সম্পাদনা]

বিভাগ / ইউনিট পরিক্ষার তারিখ আবেদন পরিক্ষায় অংশগ্রহণ পাসের হার % মোট আবেদন সূত্র
ক/A ইউনিট – (বিজ্ঞান) ০৩ জুন ২০২৩ ১,৬৬,৯৩৩ ১,৫৭,৬২৯ ৪৩.৩৫ ৩,০৩,২৩১ [১৩] [১৪][১৫]
খ/B ইউনিট – (মানবিক) ২৭ মে ২০২৩ ৯৬,৪৩৪ ৯৪,৬৪১ ৫৬.৩২ [১৬]
গ/C ইউনিট – (বানিজ্য) ২০ মে ২০২৩ ৩৯,৮৬৪ ৩৮,৩৫১ ৬৩.৪৬ [১৭]

২০২৩ সালে ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী ছিল ৩ লাখ ৩ হাজার ২৩১ জন। এর মধ্যে বিজ্ঞান শাখা ইউনিট এ থেকে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন, মানবিক শাখা ইউনিট বি থেকে ৯৬ হাজার ৪৩৫ জন এবং বাণিজ্য শাখা ইউনিট সি থেকে ৩৯ হাজার ৮৬৫ জন আবেদন করেছেন।[১৩][১৮][১৯]

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ[সম্পাদনা]

বিভাগ / ইউনিট পরিক্ষার তারিখ আবেদন পরিক্ষায় অংশগ্রহণ পাশের হার % মোট আবেদন সূত্র
ক/A ইউনিট – (বিজ্ঞান) ২৭ এপ্রিল ২০২৪ ১,৭০,৫৯৯ ১,৪৯,৩৯১ ৩৩.৯৮ ৩,০৫,৩৪৬ [২০][২১]
খ/B ইউনিট – (মানবিক) ৩ মে ২০২৪ ৯৪,৬৩১ ৮৫,৫৪৮ ৩৬.৩৩ [২২][২৩]
গ/C ইউনিট – (বানিজ্য) ৯ মে ২০২৪ ৪০,১১৬ [২৪]

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়।[২৫] এতে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়ে। তার মধ্যে বিজ্ঞান অনুষদের ক ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক অনুষদের বি ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সি ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছিল।[২৬]

গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ[সম্পাদনা]

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মোট ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অন্তর্ভুক্ত [২৭][২৮]
বিজ্ঞান ও প্রযুক্তি (১৩টি) অবস্থান সাধারণ (১১টি) অবস্থান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কুষ্টিয়া
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর রংপুর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ গাজীপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর পিরোজপুর
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ

ভর্তি পরীক্ষার যোগ্যতা[সম্পাদনা]

২০১৯ ও ২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।[হালনাগাদ প্রয়োজন]

ক/A ইউনিট – বিজ্ঞান

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে।[২৯]

সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হয়।

খ/B ইউনিট – মানবিক

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.০০ থাকতে হবে।[৩০]

সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।

গ/C ইউনিট – ব্যবসায় শিক্ষা

এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৬.৫০ থাকতে হবে।[৩০]

সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

পরীক্ষার নম্বর বন্টন[সম্পাদনা]

বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে মোট ১০০ নাম্বারের গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। বিভাগ ও বিষয় অনুযায়ী ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন নিম্নরূপ:

বিজ্ঞান শাখা (ক/A ইউনিট)[সম্পাদনা]

মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে বিষয় নম্বর মোট নম্বর
আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান ২৫ ১০০
রসায়ন ২৫
গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোনো একটি অবশ্যই দিতে হবে, অন্যটির পরিবর্তে বাংলা বা ইংরেজি গণিত ২৫
জীববিজ্ঞান ২৫
বাংলা ২৫
ইংরেজি ২৫

মানবিক শাখা (খ/B ইউনিট)[সম্পাদনা]

বিষয় নম্বর মোট নম্বর টীকা
বাংলা ৩৫ ১০০ সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/ সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত বিষয় থাকবে।[২৯]
ইংরেজি ৩৫
সাধারণ জ্ঞান ৩০
মোট ১০০

বাণিজ্য শাখা (গ/C ইউনিট)[সম্পাদনা]

বিষয় নম্বর মোট নম্বর
হিসাববিজ্ঞান ৩৫ ১০০
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩৫
বাংলা ১৫
ইংরেজি ১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের জিএসটি গুচ্ছ, নেতৃত্বে যবিপ্রবি"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  2. অনলাইন, চ্যানেল আই (২০২৪-০৪-২৫)। "শনিবার শুরু হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  3. লেখা (২০২২-১১-০৫)। "গুচ্ছ ভর্তি পরীক্ষা কি বৈষম্য সৃষ্টি করছে?"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  4. প্রতিবেদক, বিশেষ (২০২৩-০৪-০৫)। "সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিতে সভা আজ, চালু হতে পারে 'এনটিএ' পদ্ধতি"Prothomalo। ২০২৩-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  5. "গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফল প্রকাশ"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  6. "'গুচ্ছ ভর্তি পরীক্ষার' ফল প্রকাশ, সর্বোচ্চ নম্বর ৯৩.৭৫"সময় নিউজ। ২৬ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 
  7. "গুচ্ছ ভর্তি পরীক্ষার 'বি' ইউনিটের ফল প্রকাশ"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  8. "গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়"সময় নিউজ। ১৬ অক্টোবর ২০২১। 
  9. "গুচ্ছের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ"সময় নিউজ। ৪ আগস্ট ২০২২। 
  10. নিউজ, সময়। "গুচ্ছের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ | শিক্ষা"Somoy News। ২০২৩-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫ 
  11. "গুচ্ছের 'বি' ইউনিটের ফল প্রকাশ"সময় নিউজ। ১৬ আগস্ট ২০২২। 
  12. টেলিভিশন, Ekushey TV | একুশে। "গুচ্ছের 'গ' ইউনিটে প্রথম কুমিল্লার ঈশিকা"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  13. bdnews24.com। "বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: তিন লাখের বেশি আবেদন, পরীক্ষা শুরু ২০ মে"বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: তিন লাখের বেশি আবেদন, পরীক্ষা শুরু ২০ মে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  14. "২২ বিশ্ববিদ্যালয় নিয়েই জিএসটি গ্রুপের ভর্তি প্রক্রিয়া, মঙ্গলবার আবেদন শুরু"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫ 
  15. প্রতিবেদক (২০২৩-০৬-০৭)। "গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফল প্রকাশ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  16. "গুচ্ছের 'বি' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫৬.৩২"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  17. প্রতিবেদক (২০২৩-০৫-২৯)। "গুচ্ছ ভর্তি পরীক্ষা: সি ইউনিটের ফল প্রকাশ, পাস ৬৩.৪৬%"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  18. নিউজ, সময়। "গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩ লাখের বেশি শিক্ষার্থীর আবেদন | শিক্ষা"Somoy News। ২০২৩-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫ 
  19. প্রতিবেদক (২০২১-০৩-১৫)। "গুচ্ছ ভর্তি : প্রতি বিভাগে সর্বোচ্চ দেড় লাখ পরীক্ষা দিতে পারবেন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  20. "গুচ্ছের 'এ' ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  21. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৪-৩০)। "গুচ্ছের 'এ' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮, শিক্ষার্থীরা পাবেন রাতে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  22. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৫-০৫)। "গুচ্ছের 'বি' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৬.৩৩"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  23. "গুচ্ছের 'বি' ইউনিটের ফল প্রকাশ, পাস করেছেন ৩১ হাজার"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  24. "২৪ বিশ্ববিদ্যালয়ের শেষ ভর্তি পরীক্ষায় বসছেন ৪০ হাজার ভর্তিচ্ছু"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  25. "২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের জিএসটি গুচ্ছ, নেতৃত্বে যবিপ্রবি"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  26. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৪-২৭)। "গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৯ 
  27. "List of GST Universities"gstadmission.ac.bd। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 
  28. টিডিসি, রিপোর্ট (ডিসেম্বর ৯, ২০২৩)। "দুই গুচ্ছে যুক্ত হচ্ছে নতুন অনুমোদন পাওয়া তিন বিশ্ববিদ্যালয়"The Daily Campus। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৭, ২০২৪ 
  29. "GST Admission Preparation: GST Admission circular 2024"chorcha-চর্চা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১০ 
  30. নিউজ, সময়। "গুচ্ছ পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা | শিক্ষা"Somoy News। ২০২৩-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]