নারায়ণপুর
নারায়ণপুর | |
---|---|
গ্রাম | |
নারায়ণপুর | |
বাংলাদেশে নারায়ণপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৯′০″ উত্তর ৯১°৯′৩৬″ পূর্ব / ২৩.৬৫০০০° উত্তর ৯১.১৬০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | ব্রাহ্মণপাড়া উপজেলা |
ইউনিয়ন | শশীদল ইউনিয়ন |
সরকার | |
• চেয়ারম্যান | আতিকুর রহমান রিয়াদ (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ১.২৩ বর্গকিমি (০.৪৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১,০৮৬ |
• জনঘনত্ব | ৮৮০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২৬ |
নারায়ণপুর বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন এর অন্তর্গত একটি গ্রাম
আয়তন
[সম্পাদনা]- আয়তন: ১.২৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা
[সম্পাদনা]- মোট লোক সংখ্যা: ১০৮৬ জন।
ক) পুরুষ: ৫৯০ জন। খ) মহিলা: ৪৯৬ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বে ভারত বর্ডার সিমান্তে নারায়ণপুর এর অবস্থান। এ নারায়ণপুর এর দক্ষিণে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন, পশ্চিমে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ও চান্দলা ইউনিয়ন, উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়ন ও বায়েক ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড এর একটি গ্রাম। এ গ্রামের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]মসজিদ
[সম্পাদনা]- নারায়ণপুর উত্তর পাড়া জামে মসজিদ
- নারায়ণপুর নূরে মদিনা জামে মসজিদ
- নারায়ণপুর পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদ
- নারায়নপুর দক্ষিনপাড়া জামে মসজিদ
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কুমিল্লা হতে সিএনজি করে Comilla - B.Baria Bypass Rd দিয়ে শশীদল বাজার, তারপর অটো করে নারায়ণপুর কুমিল্লা হতে ট্রেনে করে শশীদল রেলওয়ে স্টেশন নেমে অটো করে নারায়ণপুর। এছাড়া কুমিল্লা হতে সিএনজি করে সরাসরি নারায়ণপুর আসার ব্যবস্থা রয়েছে। কুমিল্লা হতে নারায়ণপুরের দুরত্ব উত্তরে ২১ কিলোমিটার কুমিল্লা হতে সিএনজি করে সরাসরি নারায়ণপুর আসার ব্যবস্থা রয়েছে। কুমিল্লা হতে নারায়ণপুরের দুরত্ব ২৭.৭ কিলোমিটার।
হাট-বাজার
[সম্পাদনা]- মনির স্টোর
- শাফায়েত ভ্যারাইটিজ ষ্টোর
- ইবরাহীম স্টোর
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- বাংলাদেশ ভারত সিমান্ত বর্ডার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান:মোঃ আতিকুর রহমান রিয়াদ