৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার
৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ২১ মে ২০০৪ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | হানিফ সংকেত | |||
পরিচালক | হানিফ সংকেত | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | আব্দুল লতিফ | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | আধিয়ার | |||
শ্রেষ্ঠ পরিচালনা | সাইদুল আনাম টুটুল আধিয়ার | |||
সর্বাধিক পুরস্কার | চন্দ্রকথা (৩) | |||
সর্বাধিক মনোনয়ন | ভয় (৪) চড়ুইভাতি (৪) | |||
|
৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের পঞ্চম আয়োজন। ২০০৩ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৪ সালের ২১শে মে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত।[২]
এই আয়োজনে ২১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। পাঠক জরিপের ১০টি বিভাগে ৩টি করে মনোনয়ন দেওয়া হয় এবং পাঠকের ভোটে সেরাদের নির্বাচন করা হয়। সমালোচকদের বিচারে ১০টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এই বছর প্রথমবারের মত সমালোচকদের বিচারে চলচ্চিত্র শাখায় চারটি বিভাগে পুরস্কার প্রদান করা। এছাড়া সমালোচকদের বিচারে চলচ্চিত্র ও টেলিভিশন শাখায় দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হয় কিন্তু এই দুটি বিভাগে কোন মনোনয়ন দেওয়া হয়নি।
চলচ্চিত্র শাখায় আধিয়ার, কখনো মেঘ কখনো বৃষ্টি ও হাছন রাজা সর্বাধিক তিনটি করে মনোনয়ন লাভ করে। চন্দ্রকথা একটি বিশেষ পুরস্কার-সহ সর্বাধিক তিনটি পুরস্কার অর্জন করে। টেলিভিশন শাখায় ভয় ও চড়ুইভাতি সর্বাধিক চারটি করে মনোনয়ন লাভ করে। ভয় ও ৫১বর্তী সর্বাধিক দুটি করে পুরস্কার অর্জন করে। ফেরদৌস আহমেদ ও শাবনূর দুটি ভিন্ন বিভাগে দুটি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ফেরদৌস একটি পুরস্কার অর্জন করেন।
গীতিকার ও সুরকার আব্দুল লতিফকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[৩]
বিজয়ী ও মনোনীতদের তালিকা
[সম্পাদনা]নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
তারকা জরিপ
[সম্পাদনা]শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র) | শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র) |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা (টিভি) | শ্রেষ্ঠ অভিনেত্রী (টিভি) |
|
|
শ্রেষ্ঠ গায়ক | শ্রেষ্ঠ গায়িকা |
|
|
শ্রেষ্ঠ মডেল (পুরুষ) | শ্রেষ্ঠ মডেল (নারী) |
|
|
শ্রেষ্ঠ ব্যান্ড | শ্রেষ্ঠ ম্যাগাজিন অনুষ্ঠান |
|
সমালোচক
[সম্পাদনা]শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক (চলচ্চিত্র) |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র) | শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র) |
শ্রেষ্ঠ নাট্যকার (টিভি) | শ্রেষ্ঠ নির্দেশক (টিভি) |
|
|
শ্রেষ্ঠ অভিনেতা (টিভি) | শ্রেষ্ঠ অভিনেত্রী (টিভি) |
|
|
সমালোচকের রায়ে বিশেষ পুরস্কার - চলচ্চিত্র | সমালোচকের রায়ে বিশেষ পুরস্কার - টেলিভিশন |
অনুষ্ঠান
[সম্পাদনা]পুরস্কার প্রদান
[সম্পাদনা]প্রদানকারী | পুরস্কারের বিভাগ |
---|---|
কাইয়ুম চৌধুরী, মতিউর রহমান, অঞ্জন চৌধুরী পিন্টু | আজীবন সম্মাননা |
শামীম আখতার, নিতুন কুন্ডু | বিশেষ পুরস্কার |
মুহম্মদ জাফর ইকবাল | সেরা নাট্যকার (টিভি) |
সেলিম আল দীন | সেরা নির্দেশক (টিভি) |
নাজমা আনোয়ার | সেরা টিভি অভিনেতা (সমালোচক) |
তারিক আনাম খান | সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) |
মুহম্মদ জাফর ইকবাল | সেরা নাট্যকার (টিভি) |
রামেন্দু মজুমদার | বিশেষ পুরস্কার - চলচ্চিত্র |
মুস্তাফা জামান আব্বাসী | সেরা চলচ্চিত্র |
সুভাষ দত্ত | শ্রেষ্ঠ পরিচালক (চলচ্চিত্র) |
কবরী | সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) |
রাজ্জাক | সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) |
বিবি রাসেল | সেরা মডেল (পুরুষ) |
আবুল হায়াত | সেরা মডেল (নারী) |
রেজওয়ানা চৌধুরী বন্যা | সেরা গায়ক |
মোহাম্মদ রফিকউজ্জামান | সেরা গায়িকা |
আলাউদ্দিন আলী | সেরা ব্যান্ড |
ফারুক চৌধুরী | সেরা ম্যাগাজিন অনুষ্ঠান |
দিলারা জামান | শ্রেষ্ঠ অভিনেতা (টিভি) |
আলী যাকের | সেরা অভিনেত্রী (টিভি) |
হুসনা বানু খানম | সেরা অভিনেতা (চলচ্চিত্র) |
দিলীপ বিশ্বাস | সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) |
পরিবেশনা
[সম্পাদনা]পরিবেশক | পরিবেশনা |
---|---|
কাঙ্গালিনী সুফিয়া, হাসান, ডলি সায়ন্তনী | গান - "বুড়ি হইলাম তোর কারণে" |
ফেরদৌস আহমেদ | মঞ্চ বিজ্ঞাপন |
এটিএম শামসুজ্জামান, নাজমা আনোয়ার, মোনালিসা, আসিফ আকবর | নাটিকা |
নোবেল, পূর্ণিমা | নৃত্য - "লীলাবালি" |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।