তাইওয়ানের ভূগোল
মহাদেশ | এশিয়া |
---|---|
অঞ্চল | পূর্ব এশিয়া |
স্থানাঙ্ক | ৬°০০′ দক্ষিণ ৩৫°০০′ পূর্ব / ৬.০০০° দক্ষিণ ৩৫.০০০° পূর্ব |
আয়তন | ১৩৯তম[১] |
• মোট | ৩৫,৯৮০ কিমি২ (১৩,৮৯০ মা২) |
• স্থলভাগ | ৮৯.৭০% |
• জলভাগ | ১০.৩০% |
উপকূলরেখা | ১,৫৬৬.৩০ কিমি (৯৭৩.২৫ মা) |
সীমানা | ৪,১৬১ কিমি (২,৫৮৬ মা) |
সর্বোচ্চ বিন্দু | ইয়ু শান ৩,৯৫২ মিটার (১২,৯৬৬ ফু) |
জলবায়ু | ক্রান্তীয় সামুদ্রিক জলবায়ু[১] |
প্রাকৃতিক সম্পদ | কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, মার্বেল, অ্যাসবেসটস, চাষযোগ্য ভূমি[১] |
পরিবেশগত সমস্যা | বায়ু দূষণ; পানি দূষণ, পয়োঃনিষ্কাশন; পানীয় জল দূষিত হওয়া; বন্যপ্রাণী বিক্রয়; পানিতে তেজষ্ক্রিয় পদার্থের মিশ্রণ[১] |
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল | ৮৩,২৩১ কিমি২ (৩২,১৩৬ মা২) |
তাইওয়ান | |||||||||||||||||||||||||||||||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 臺灣 বা, 台灣 | ||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সরলীকৃত চীনা | 台湾 | ||||||||||||||||||||||||||||||||||||||
পোস্টাল | Taiwan | ||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
পর্তুগিজ: (Ilha) ফরমোজা | |||||||||||||||||||||||||||||||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 福爾摩沙 | ||||||||||||||||||||||||||||||||||||||
সরলীকৃত চীনা | 福尔摩沙 | ||||||||||||||||||||||||||||||||||||||
আক্ষরিক অর্থ | সুন্দর দ্বীপ | ||||||||||||||||||||||||||||||||||||||
|
তাইওয়ান, বা, চীন প্রজাতন্ত্র (ROC) হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ। চীন প্রজাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও ঐতিহাসিকভাবে পর্তুগীজ এবং ইংরেজিতে ফরমোজা নামে পরিচিত ৩৫,৮০৮ বর্গকিলোমিটার (১৩,৮২৬ মা২) আয়তনের তাইওয়ানের প্রধান দ্বীপটি দিয়ে এর ৯৯% গঠিত এবং এটি চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূল হতে ১৮০ কিলোমিটার (১১২ মা) দূরে তাইওয়ান প্রণালীতে অবস্থিত। দ্বীপের উত্তরে পূর্ব চীন সাগর, পূর্বে ফিলিপাইন সাগর, দক্ষিণে লুজন প্রণালী এবং দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ চীন সাগরের অবস্থান। চীন প্রজাতন্ত্র আরও বেশ কয়েকটি ছোট দ্বীপ নিয়ন্ত্রণ করে: তাদের কিছু তাইওয়ান প্রণালীতে (পেঙ্গু দ্বীপপুঞ্জ এবং চীনের মূল ভূখণ্ডের উপকূলের কিনমেন এবং মাতসু দ্বীপপুঞ্জ সহ) এবং দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপ।
প্রাকৃতিক সীমারেখা
[সম্পাদনা]তাইওয়ানের মোট ভূমির আয়তন ৩২,২৬০ কিমি২ (১২,৪৫৬ মা২),[১] যা একে আয়তনে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মধ্যবর্তী আকারের করছে। এর উপকূলরেখার দৈর্ঘ্য ১,৫৬৬.৩ কিমি (৯৭৩.৩ মা)।[১] চীন প্রজাতন্ত্র তার উপকূল হতে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪ কিমি; ২৩০.২ মা) সামুদ্রিক এলাকা সহ মোট ৮৩,২৩১ কিমি২ (৩২,১৩৬ মা২) এলাকাকে তার অর্থনৈতিক অঞ্চল হিসাবে দাবী করে এবং এর আঞ্চলিক সমুদ্রসীমার আয়তন ১২ নটিক্যাল মাইল (২২.২ কিমি; ১৩.৮ মা)।[১][২]
ভূতত্ত্ব
[সম্পাদনা]আনুমানিক ৪ থেকে ৫ মিলিয়ন বছর আগে ফিলিপাইন সামুদ্রিক পাত এবং ইউরেশীয় পাতের মধ্যে সংগঠিত এক জটিল অভিসারী সংঘর্ষের ফলে তাইওয়ান দ্বীপ গঠিত হয়। ইউরেশিয়ান পাত ফিলিপাইন সামুদ্রিক পাতের নিচে গড়িয়ে যাচ্ছে বলে এর দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওপেনস্ট্রিটম্যাপে তাইওয়ানের ভূগোল সম্পর্কিত ভৌগোলিক উপাত্ত