দক্ষিণ চীন সাগর
দক্ষিণ চীন সাগর | |
---|---|
![]() দক্ষিণ চিন সাগরের উত্তর-পূর্ব অংশের মানচিত্র | |
ধরন | সাগর |
অববাহিকার দেশসমূহ | ভিয়েতনাম, গণপ্রজাতন্ত্রী চীন (চীন), প্রজাতান্ত্রীক চীন (তাইওয়ান), ফিলিপাইন্স, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর |
পৃষ্ঠতল অঞ্চল | ৩৫,০০,০০০ কিমি২ (১৩,৫১,৪০০ মা২) |
দক্ষিণ চীন সাগর (ইংরেজি: South China Sea) হল প্রশান্ত মহাসাগর এর অংশ।এই সাগরের চারি পাশে অবস্থিত দেশ গুলি হল - চীন, তাইওয়ান, ফিলিপাইন্স, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগরের মোট ক্ষেত্রফল হল ৩৫,০০,০০০ বর্গকিলোমিটার। এই সাগরে বিশ্বের এক-তৃতীয়াংশ পণ্য বাহী জাহাজ চলাচল করে ফলে এই সাগর ভূ-রাজনীতির ক্ষেত্রে গূরুত্ব পূর্ণ।
ভূগোল[সম্পাদনা]
সাগরের দক্ষিণ প্রান্ত হল সিঙ্গাপুর ও মালাক্কা প্রনালি এবং উত্তর প্রন্ত হল চীন ও তাইওয়ান এর পূর্ব দিকে ফিলিপিন্স,ব্রুনাই ও পশ্চিমে ভিয়তনাম।অনুমান করা হয় এই সাগরটি ৪৫ মিলিওন বছর আগে সৃষ্টি হয়েছিল।এই সাগের পার্ল,মিন,জিউলেং,রেড,মেকোং,রাজাং প্রভৃতি নদী মিলিত হয়েছে।
সম্পদ[সম্পাদনা]
দক্ষিণ চীন সাগর সম্পদে পরিপূর্ন। এখানে প্রচুর পরিমানে সামুদ্রিক মৎস আরহন করা হয়। এছাড়া এখানে মজুত রয়েছে প্রচুর খনিজ তেল ও প্রকৃতিক গ্যাস। এই খনিজ তেল ও প্রাকৃতি গ্যাস সাগরটিকে সম্পদে পরিপূর্ন করে তুলেছে।
ভূরাজনীতি[সম্পাদনা]
সাগরটিতে মজুত প্রাকৃতিক গ্যাস ,খনিজ তেল ও বিশ্বের এক-তৃতীয়াংশ জাহাজ চলাচলের কারণে সাগরটি ভূরাজনীরির কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।এছাড়া চীনের সঙ্গে বিভিন্ন দেশের জল সীমার বিরধ বর্তমান এই সাগরকে কেন্দ্র করে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ১. India - China face-off in South China Sea:Report[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]. dna. 2 September 2011. Retrieved 16-06-2016.