গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২৩
অবয়ব
| |||||||||||||||||||||||||||||||||||||
নিবন্ধিত ভোটার | ১১,৭৯,৪৮৬ | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||
মেয়র নির্বাচন | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
২৫ মে ২০২৩ গাজীপুর সিটি কর্পোরেশনে ৭৬টি আসন | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশ প্রবেশদ্বার |
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ হল বাংলাদেশের একটি স্থানীয় নির্বাচন, যা ২৫ মে ২০২৩ তারিখে গাজীপুরের পরবর্তী মেয়র ও কাউন্সিলরদের নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়।[১] এই নির্বাচনে জায়েদা খাতুন মেয়র হিসাবে নির্বাচিত হন।[২]
সময়সূচী
[সম্পাদনা]বাংলাদেশের নির্বাচন কমিশন ২০২৩ সালের ২৯ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করে।[৩]
ঘটনা | তারিখ | দিন |
---|---|---|
বিজ্ঞপ্তির তারিখ | ৩ এপ্রিল ২০২৩ | সোমবার |
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা | ২৭ এপ্রিল ২০২৩ | বৃহস্পতিবার |
মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ | ৩০ এপ্রিল ২০২৩ | রবিবার |
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল | ২-৪ মে ২০২৩ | |
আপিল নিষ্পত্তি | ৫-৭ মে ২০২৩ | |
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ | ৮ মে ২০২৩ | সোমবার |
প্রতীক বিতরণ | ৯ মে ২০২৩ | মঙ্গলবার |
ভোট ও গণনার তারিখ | ২৫ মে ২০২৩ | বৃহস্পতিবার |
মেয়র প্রার্থী
[সম্পাদনা]নাম | নির্বাচনী প্রতীক | উৎস | ||
---|---|---|---|---|
আজমত উল্লাহ খান | নৌকা | বাংলাদেশ আওয়ামী লীগ | [৪] | |
গাজী আতাউর রহমান | হাতপাখা | ইসলামী আন্দোলন বাংলাদেশ | ||
এম এম নিয়াজ উদ্দিন | লাঙল | জাতীয় পার্টি (এরশাদ) | ||
আতিকুল ইসলাম | মাছ | বাংলাদেশ গণফ্রন্ট | ||
রাজু আহমেদ | গোলাপ ফুল | জাকের পার্টি | ||
জায়েদা খাতুন | টেবিল ঘড়ি | স্বতন্ত্র | ||
সরকার শাহ নুর ইসলাম | হাতি | স্বতন্ত্র |
ফলাফল
[সম্পাদনা]মেয়র নির্বাচন
[সম্পাদনা]গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খানকে পরাজিত করে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন।[৫]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
স্বতন্ত্র | জায়েদা খাতুন | ২,৩৮,৯৩৪ | ৪১.৭% | অজানা | ||
আওয়ামী লীগ | আজমত উল্লাহ খান | ২,২২,৭৩৬ | ৩৮.৯% | অজানা | ||
ইসলামী আন্দোলন | গাজী আতাউর রহমান | ৪৫,৩৫২ | ৭.৯% | |||
স্বতন্ত্র | সরকার শাহ নুর ইসলাম | ২৩,২৬৫ | ৪.১% | |||
জাতীয় পার্টি | এম এম নিয়াজ উদ্দিন | ১৬,৩৮২ | ২.৯% | |||
বাংলাদেশ গণফ্রন্ট | আতিকুল ইসলাম | ১৬,৯৭৪ | ২.৯% | |||
জাকের পার্টি | রাজু আহমেদ | ৭,২০৬ | ১.৩% | |||
স্বতন্ত্র | হারুন-অর-রশিদ | ২,৪২৬ | ০.৪% | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,১৯৮ | |||||
ভোটার উপস্থিতি | ৫,৭৩,২৭৫ | |||||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী অর্জন করে |
কাউন্সিলর নির্বাচন
[সম্পাদনা]সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৫৭টি ওয়ার্ডে ২৭৪ জন এবং ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭৯ জন নির্বাচনে অংশ নেন।[৭] ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৪৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জয়ী হন। বাকি ১০টিতে এই নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা জয়ী হন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ কেমন চলছে?"। বিবিসি বাংলা। ২৫ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৩।
- ↑ "গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫।
- ↑ "গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা"। আরটিভি। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩।
- ↑ "গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন কাল"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩।
- ↑ "গাজীপুর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জায়েদা খাতুনের চমক"। বিবিসি বাংলা। ২৬ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৩।
- ↑ "৪৮০ কেন্দ্রের ফল ঘোষণা, ১৬১৯৭ ভোটে বিজয়ী জায়েদা খাতুন"। দ্য ডেইলি স্টার। ২৫ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৩।
- ↑ "গাজীপুরে বিজয়ী কাউন্সিলরদের সিংহভাগই আওয়ামী লীগের"। একাত্তর টিভি। ২৬ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।
- ↑ সামছুর রহমান; মাসুদ রানা (২৭ মে ২০২৩)। "বিএনপি থেকে বহিষ্কৃত ১১ জন ভোটে কাউন্সিলর নির্বাচিত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।