বিষয়বস্তুতে চলুন

এনামুল করিম নির্ঝর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এনামুল করিম নির্ঝর
জাতীয়তাবাংলাদেশী
পেশাস্থপতি,
পরিচিতির কারণচলচ্চিত্র পরিচালক
উল্লেখযোগ্য কর্ম
আহা![]
দাম্পত্য সঙ্গীতানজিকা আমিন (বিচ্ছেদ) সৈয়দা তুহিন আরা অপি করিম
সন্তানরৌদ্র সাকিব করিম (পুত্র) রশ্মি (কন্যা)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

এনামুল করিম নির্ঝর বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। তিনি বেশ কিছু প্রামাণ্য চিত্র নির্মাণ করার পর ২০০৭ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আহা! নির্মাণ করেছেন। তার এই ছবিটি চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে। চলচ্চিত্রটি মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। কর্মজীবনে তিনি একজন স্থপতি ও ব্যবসায়ী। নির্ঝরের প্রথম পক্ষে এক পুত্রসন্তান আছে। তার নাম রৌদ্র সাকিব করিম।[] তিনি একাধারে স্থপতি, চলচ্চিত্রকার, আলোকচিত্রী, গীতিকার, সুরকার ও লেখক।[] তার কথা ও সুরে ১০১টি গানের সংকলন নিয়ে প্রথম অ্যালবাম ‘এক নির্ঝরের গান: ০০১’ ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। অ্যালবামটিতে নতুন ও পুরনো মিলিয়ে ৪৩ জন শিল্পী গানগুলোতে কণ্ঠ দিয়েছেন।[]

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]

প্রামাণ্য চিত্র

[সম্পাদনা]
  • তাড়না (২০০১)
  • দ্য শ্যাডো গ্যাপ (২০০৩)
  • খেয়াল (২০০৩)
  • কহেন (২০০৪)
  • তখন (২০০৪)
  • এবং পরবাসী (২০০৪)
  • তিনি (২০০৫)
  • মানুষ (২০০৬)
  • কয়টা (২০০৬)
  • আসছে (২০০৬)

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

[সম্পাদনা]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

আহা! ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ পরিচালক এনামুল করিম নির্ঝর ২০০৭ সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও স্থাপত্যকলার জন্যে এনামুল করিম নির্ঝর পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। পুরস্কৃত হয়েছেন আলোকচিত্রের জন্যেও।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিয়ে করলেন নির্ঝর-অপি করিম"। ২১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭ 
  2. মেহেদী মাসুদ (১৩ জানুয়ারি ২০১৬)। "বাবা-ছেলে দুজনেই গিটার বাজাতে ভালোবাসেন"। প্রথম আলো অনলাইন। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭ 
  3. ওবায়দুল হক তুহিন (০৪ নভেম্বর ২০১৭)। "এক নির্ঝরের গান: আমি থেকে আমরা হওয়ার প্রয়াস"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]