বিষয়বস্তুতে চলুন

খালিদ মাহমুদ মিঠু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খালিদ মাহমুদ মিঠু
জন্ম১৯৬০
মৃত্যু৭ মার্চ ২০১৬(২০১৬-০৩-০৭)
জাতীয়তাবাংলাদেশি
পেশাচিত্রশিল্পী, চলচ্চিত্র নির্মাতা
উল্লেখযোগ্য কর্ম
গহীনে শব্দ
দাম্পত্য সঙ্গীকনক চাঁপা চাকমা

খালিদ মাহমুদ মিঠু (১৯৬০-৭ মার্চ ২০১৬) একজন বাংলাদেশি চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ছিলেন। ২০১০ সালে তিনি গহীনে শব্দ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কর্ম জীবন

[সম্পাদনা]

খালিদ মাহমুদ মিঠু ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। [] ১৯৮৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ( যা বর্তমানে চারুকলা অনুষদ ) থেকে স্নাতক সম্পন্ন করেন। [] ২০০৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৬তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্র নির্মাণ

[সম্পাদনা]
খালিদ মাহমুদ মিঠুর গহীনে শব্দ চলচ্চিত্রের পোস্টার

২০১০ সালে গহীনে শব্দ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে খালিদ মাহমুদ মিঠুর চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনিই চলচ্চিত্রের কাহিনীকার, চিত্রনাট্য ও সংলাপ লেখেন ও পরিচালনা করেন। চলচ্চিত্রটি ২০১০ সালের ২৬ মার্চ মুক্তি পায়। ২০১০ এটি সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ও প্রথম ছবিতেই তিনি সেরা পরিচালক হিসেবে সম্মানিত হন। এছাড়াও চলচ্চিত্রটি বেশ কয়েকটি বেসরকারি সম্মাননা ও পুরস্কার লাভ করে।

গহীনের শব্দের পরে ২০১৪ সালে মিঠু জোনাকির আলো নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেন। এচলচ্চিত্রেও তিনিই কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা ও সম্পাদনা করেন। এতে অভিনয় করেন অভিনেতা ইমন, কল্যাণ, বিদ্যা সিনহা মীম, গাজী রাকায়েত, মুনিরা মিঠু প্রমুখ। দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার চলচ্চিত্রটি সেরা ছবির পুরস্কার অ্যাক্রস দ্য বর্ডার অর্জন করে। [] এছাড়াও মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বাদশ এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড’ লাভ করে। ২০১৪ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য জোনাকির আলো চলচ্চিত্রটি মনোনীত হয়।

নির্মিত চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা মুক্তির তারিখ নোট
পরিচালক চিত্রনাট্য সংলাপ
২০১০ গহীনে শব্দ হ্যাঁ হ্যাঁ ২৬ মার্চ ২০১০ নির্মিত প্রথম চলচ্চিত্র
২০১৪ জোনাকির আলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ১১ এপ্রিল ২০১৪

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
  • সেরা চলচ্চিত্র - অ্যাক্রস দ্য বর্ডার, দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২০১৪)
  • অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড - দ্বাদশ এশিয়ান চলচ্চিত্র উৎসব (২০১৪)
  • বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক (২০১০)
  • ভারতের নয়দার মারওয়া ফিল্ম স্টুডিও আজীবন সদস্যপদ সম্মাননা
  • আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার (২০০৭)

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

খালিদ মাহমুদ মিঠু চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। [] তাদের দুই সন্তান শিরোপা পূর্ণা ও আর্য শ্রেষ্ঠ।

মৃত্যু

[সম্পাদনা]

২০১৬ সালের ৭ মার্চ খালিদ মাহমুদ মিঠু কর্মক্ষেত্র থেকে রিকসাযোগে বাসায় ফেরার পথে তার উপর একটি গাছ ভেঙ্গে পড়লে মারাত্মক আহত হন ও সেখানেই মৃত্যুবরণ করেন। [][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু আর নেই"বিবিসি বাংলা। ৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  2. "মাথায় গাছ পড়ে নির্মাতা মিঠু নিহত"। বাংলা ট্রিবিউন। ৭ মার্চ ২০১৬। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  3. "দিল্লি জয় করলো 'জোনাকির আলো'"। বাংলানিউজ২৪ ডট কম। ২৮ ডিসেম্বর ২০১৪। ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  4. "কনকচাঁপা চাকমা"। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  5. "চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠু নিহত"দৈনিক প্রথম আলো। ৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  6. "চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু আর নেই"। ৭ মার্চ ২০১৬। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]