খালেদা একরাম
খালেদা একরাম | |
---|---|
![]() | |
জন্ম | ৬ আগস্ট ১৯৫০ |
মৃত্যু | ২৪ মে ২০১৬ | (বয়স ৬৫)
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
পেশা | স্থপতি |
পরিচিতির কারণ | বুয়েটের প্রথম নারী উপাচার্য |
অধ্যাপক খালেদা একরাম (জন্ম: ৬ আগস্ট, ১৯৫০; মৃত্যু: ২৪ মে, ২০১৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।[১] অধ্যাপক খালেদা একরাম বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী উপাচার্য আর বুয়েটে প্রথম নারী উপাচার্য ছিলেন।[২]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
১৯৫০ সালের ৬ অগাস্ট ঢাকায় জন্ম নেওয়া খালেদা ইকরামের বাড়ি বগুড়ায়। তবে তার জন্ম ঢাকায়। ঢাকাতেই বড় হয়েছেন তিনি।[৩] ১৯৭৪ সালে বুয়েট থেকে স্থাপত্যে ডিগ্রি নেওয়ার পর ১৯৮০ সালে ইউনিভার্সিটি অব হাওয়াই থেকে নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
কর্মজীবন[সম্পাদনা]
অধ্যাপক খালেদা একরাম বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। ৪০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান খালেদা একরাম।[৪]
পুরস্কার[সম্পাদনা]
মৃত্যু[সম্পাদনা]
মে মাসের মাঝামাঝি সময়ে চিকিৎসার জন্য খালেদা একরামকে ব্যাংককে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৪ মে ২০১৬ সোমবার দিবাগত রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা একরাম। তার বয়স হয়েছিল ৬৫ বছর।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বুয়েটের প্রথম নারী ভিসি খালেদা একরাম"। ২৪ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "বুয়েট উপাচার্য খালেদা একরাম আর নেই"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "বুয়েট উপাচার্য খালেদা একরাম আর নেই"। প্রথম আলো। ২৪ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "মারা গেলেন বুয়েট উপাচার্য অধ্যাপক খালেদা একরাম - জাতীয় - The Daily Ittefaq"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "বুয়েটের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম আর নেই"। একুশে টেলিভিশন। ২৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ১৯৫০-এ জন্ম
- ২০১৬-এ মৃত্যু
- নারী ব্যক্তিত্ব
- বাংলাদেশী নারী স্থপতি
- বগুড়া জেলার ব্যক্তি
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- অনন্যা শীর্ষ দশ পুরস্কার বিজয়ী
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- বাংলাদেশী নারী শিক্ষায়তনিক ব্যক্তি
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- বনানী কবরস্থানে সমাধিস্থ
- বাংলাদেশী শিক্ষায়তনিক প্রশাসক