উ থান্ট
অবয়ব
উ থান্ট | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৫ নভেম্বর ১৯৭৪ (বয়স ৬৫) |
মৃত্যুর কারণ | ক্যান্সার |
জাতীয়তা | বর্মী |
দাম্পত্য সঙ্গী | টেইন টিন |
পিতা-মাতা |
|
স্বাক্ষর | |
মহা থ্রায় সিথু উ থান্ট (জানুয়ারি ২২, ১৯০৯ – নভেম্বর ২৫, ১৯৭৪) ছিলেন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। এক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের ২য় মহাসচিবের মৃত্যু হলে সেপ্টেম্বর ১৯৬১ সালে তাকে মহাসচিব পদের জন্য নির্বাচিত করা হয়। [১]
তিনি জাতিসংঘের তৃতীয় এবং এশিয়ার প্রথম মহাসচিব।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]চার ছেলের মধ্যে সবার বড় থান্ট। তিনি উপনিবেশিক বার্মার পান্টানাওতে জমিদার এবং ধানের বণিকদের মধ্যম ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা পো হ্নিত, যিনি কলকাতায় পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন শহরের একমাত্র ব্যক্তি যিনি ইংরেজিতে ভাল যোগাযোগ করতে পারতেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |