বিষয়বস্তুতে চলুন

২০১৪–১৫ দুবাই ত্রি-দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুবাই ত্রি-দেশীয় সিরিজ ২০১৪-১৫
তারিখ৮ - ১৯ জানুয়ারি ২০১৫
স্থান সংযুক্ত আরব আমিরাত
ফলাফল আয়ারল্যান্ড বিজয়ী
দলসমূহ
 আফগানিস্তান  আয়ারল্যান্ড  স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
মোহাম্মাদ নবী উইলিয়াম পোর্টারফিল্ড প্রিস্টন মমসেন
সর্বাধিক রান
জাভেদ আহমেদী (১৮৯) নায়ল ও’ব্রায়ান (১৩৫) ম্যাট মচন (১২৩)
সর্বাধিক উইকেট
জাভেদ আহমেদী
আফতাব আলম
হামিদ হাসান
মিরওয়াইজ আশরাফ (৫)
ক্রেগ ইয়ং (৭) জোশ ডেভি (৬)

দুবাই ত্রি-দেশীয় সিরিজ ২০১৪-১৫ একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যা সংযুক্ত আরব আমিরাতে ৮ থেকে ১৯ জানুয়ারি ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য অনুশীলনমূলক হিসাবে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার একটি ত্রি-দেশীয় সিরিজ ছিল।[][] প্রতিযোগিতার শেষ খেলায় কোন ফলাফল না হওয়ায় আয়ারল্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসাবে প্রতিযোগিতা শেষ করে।

দলের সদস্য

[সম্পাদনা]
 আফগানিস্তান[]  আয়ারল্যান্ড[]  স্কটল্যান্ড[]

৭ জানুয়ারি ২০১৫ তারিখে টিম মারতাগের পা ভেঙ্গে যাওয়ায়, বিশ্বকাপ ও সর্বশেষ ম্যাচের জন্য টিম মারতাগের বদলে ম্যাক্স সোরেনসেনকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অবস্থান দল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি বোনাস পয়েন্ট পয়েন্ট নেট রান রেট
 আয়ারল্যান্ড -০.১৬১
 আফগানিস্তান -০.৪০২
 স্কটল্যান্ড +০.৭০৫
পয়েন্ট ব্যবস্থা

একটি ম্যাচ কোন ফলাফল হয়নি হিসেবে ঘোষণা করা হলে, সেখানে রানের গড় প্রযোজ্য হবে না।

জয়: ২
পরাজয়: ০
ফলাফল হয়নি: ১
টাই: ১

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
৮ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৩৭/৮ (৪৫ ওভার)
 আফগানিস্তান
২৪০/২ (৩৮ ওভার)
জাভেদ আহমেদী ৭৪ (৮১)
রিচি বেরিংটন ২/৩৮ (৮ ওভার)
  • আফগানিস্তান টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৪৫-এ নিয়ে আসা হয়[]

২য় ওডিআই

[সম্পাদনা]
১০ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৮০ (৪৪.২ ওভার)
 আয়ারল্যান্ড
১৮১/৭ (৪৩.২ ওভার)
জাভেদ আহমেদী ৮১ (৮৯)
জর্জ ডকরেল ৪/৩৫ (৮.২ ওভার)
এড জয়েস ৫১ (৬৭)
জাভেদ আহমেদী ৪/৩৭ (১০ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

[সম্পাদনা]
১২ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২১৬/৯ (৫১ ওভার)
 আয়ারল্যান্ড
২২০/৭ (৪৬.৩ ওভার)
ম্যাট মচন ৮৬ (১২০)
ক্রেগ ইয়ং ৩/২৭ (১০ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
১৪ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২১৩/৭ (৫০ ওভার)
 আফগানিস্তান
৬৩ (১৮.৩ ওভার)
রিচি বেরিংটন ৬২ (৮৪)
আফতাব আলম ৩/৪৮ (১০ ওভার)
ওসমান গণি ২৫ (৩৩)
জোশ ডেভি ৬/২৮ (৮.৩ ওভার)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • জোশ ডেভি ওডিআইতে স্কটল্যান্ডের পক্ষে সেরা বোলিং করেন।

৫ম ওডিআই

[সম্পাদনা]
১৭ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৪৬/৮ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
১৭৫ (৪৩.৩ ওভার)
পল স্টার্লিং ৩৬ (২৪)
হামিদ হাসান ৩/২৪ (৬.৩ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৬ষ্ঠ ওডিআই

[সম্পাদনা]
১৯ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • শুরু বৃষ্টির কারণে বিলম্বিত হয়। ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ২০ ওভারে আনা হয় ও খেলার শুধুর জন্য মুদ্রা নিক্ষেপ করা হয়। কিন্তু আবার বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
  • এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ জয়লাভ করে।[]
  • পিটার চেজের ওডিআই অভিষেক হয়।
  • এই প্রথমবারের মত সংযুক্ত আরব আমিরাতে একটি ওডিআই ম্যাচ ফলাফলবিহীন হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ireland leave out Sorensen, Poynter for UAE tour"ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪ 
  2. "Ireland & Scotland tri-series v Afghanistan (in UAE) 2015"বিবিসি স্পোর্ট। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪ 
  3. "Afghanistan Squad"ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫ 
  4. "Max Sorensen left out of Ireland squad for pre-World Cup UAE tour"বিবিসি স্পোর্টস। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪ 
  5. "Scotland Squad"ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৫ 
  6. "Ireland lose Murtagh for World Cup"। ESPNcricinfo। ১৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫ 
  7. "জাভেদ আহমেদী and Nasir Jamal sink Scotland"ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫ 
  8. "Ireland win Dubai series after match with Scotland abandoned"। ১৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]