২০১৪–১৫ দুবাই ত্রি-দেশীয় সিরিজ
অবয়ব
(২০১৪-১৫ সংযুক্ত আরব আমিরাতে ত্রি-দেশীয় সিরিজ থেকে পুনর্নির্দেশিত)
দুবাই ত্রি-দেশীয় সিরিজ ২০১৪-১৫ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ৮ - ১৯ জানুয়ারি ২০১৫ | ||||||||||||||||||||||||||||
স্থান | সংযুক্ত আরব আমিরাত | ||||||||||||||||||||||||||||
ফলাফল | আয়ারল্যান্ড বিজয়ী | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
দুবাই ত্রি-দেশীয় সিরিজ ২০১৪-১৫ একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যা সংযুক্ত আরব আমিরাতে ৮ থেকে ১৯ জানুয়ারি ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য অনুশীলনমূলক হিসাবে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার একটি ত্রি-দেশীয় সিরিজ ছিল।[১][২] প্রতিযোগিতার শেষ খেলায় কোন ফলাফল না হওয়ায় আয়ারল্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসাবে প্রতিযোগিতা শেষ করে।
দলের সদস্য
[সম্পাদনা]আফগানিস্তান[৩] | আয়ারল্যান্ড[৪] | স্কটল্যান্ড[৫] |
---|---|---|
১ ৭ জানুয়ারি ২০১৫ তারিখে টিম মারতাগের পা ভেঙ্গে যাওয়ায়, বিশ্বকাপ ও সর্বশেষ ম্যাচের জন্য টিম মারতাগের বদলে ম্যাক্স সোরেনসেনকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[৬]
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অবস্থান | দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | বোনাস পয়েন্ট | পয়েন্ট | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | আয়ারল্যান্ড | ৪ | ২ | ১ | ০ | ১ | ০ | ৫ | -০.১৬১ |
২ | আফগানিস্তান | ৪ | ২ | ২ | ০ | ০ | ০ | ৪ | -০.৪০২ |
৩ | স্কটল্যান্ড | ৪ | ১ | ২ | ০ | ১ | ০ | ৩ | +০.৭০৫ |
- পয়েন্ট ব্যবস্থা
একটি ম্যাচ কোন ফলাফল হয়নি হিসেবে ঘোষণা করা হলে, সেখানে রানের গড় প্রযোজ্য হবে না।
- জয়: ২
- পরাজয়: ০
- ফলাফল হয়নি: ১
- টাই: ১
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ৮ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৪৫-এ নিয়ে আসা হয়[৭]
২য় ওডিআই
[সম্পাদনা]৩য় ওডিআই
[সম্পাদনা]৪র্থ ওডিআই
[সম্পাদনা] ১৪ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড |
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- জোশ ডেভি ওডিআইতে স্কটল্যান্ডের পক্ষে সেরা বোলিং করেন।
৫ম ওডিআই
[সম্পাদনা]৬ষ্ঠ ওডিআই
[সম্পাদনা] ১৯ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- শুরু বৃষ্টির কারণে বিলম্বিত হয়। ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ২০ ওভারে আনা হয় ও খেলার শুধুর জন্য মুদ্রা নিক্ষেপ করা হয়। কিন্তু আবার বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
- এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ জয়লাভ করে।[৮]
- পিটার চেজের ওডিআই অভিষেক হয়।
- এই প্রথমবারের মত সংযুক্ত আরব আমিরাতে একটি ওডিআই ম্যাচ ফলাফলবিহীন হয়।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ireland leave out Sorensen, Poynter for UAE tour"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Ireland & Scotland tri-series v Afghanistan (in UAE) 2015"। বিবিসি স্পোর্ট। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Afghanistan Squad"। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Max Sorensen left out of Ireland squad for pre-World Cup UAE tour"। বিবিসি স্পোর্টস। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Scotland Squad"। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৫।
- ↑ "Ireland lose Murtagh for World Cup"। ESPNcricinfo। ১৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫।
- ↑ "জাভেদ আহমেদী and Nasir Jamal sink Scotland"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
- ↑ ক খ "Ireland win Dubai series after match with Scotland abandoned"। ১৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৫।