বিষয়বস্তুতে চলুন

২০১৪-১৫ আফগানিস্তান ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফগানিস্তান ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
 
  সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তান
তারিখ ২৮ নভেম্বর ২০১৪ – ৪ ডিসেম্বর ২০১৪
অধিনায়ক খুররম খান মোহাম্মদ নবী
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে সংযুক্ত আরব আমিরাত ৩–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান খুররম খান (২৭০) নওরোজ মঙ্গল (২৩৯)
সর্বাধিক উইকেট কৃষ্ণ চন্দ্রন (৬) হামিদ হাসান (৬)

আফগানিস্তান ক্রিকেট দল ২৮ নভেম্বর, ২০১৪ থেকে ৪ ডিসেম্বর ২০১৪ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করে। এ সফরে চারটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।[][] সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল ৩-১ ব্যবধানে সিরিজ জয় করে।

দলের সদস্য

[সম্পাদনা]
দলের সদস্য
 সংযুক্ত আরব আমিরাত[]  আফগানিস্তান[]

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
২৮ নভেম্বর ২০১৪
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৪৮/৬ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৪৯/৫ (৪৮.৪ ওভার)
আফসার জাজাই ৬০ (১০৯)
কৃষ্ণ চন্দ্রন ২/৩৭ (৭ ওভার)
আমজাদ আলী ৬৭ (৭৯)
মোহাম্মাদ নবী ২/৪১ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে বিজয়ী
আইসিসি একাডেমি, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) এবং রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আমজাদ আলী (সংযুক্ত আরব আমিরাত)

২য় ওডিআই

[সম্পাদনা]
৩০ নভেম্বর ২০১৪
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৮০/৮ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৮২/৪ (৪৮.২ ওভার)
নওরোজ মঙ্গল ১২৯ (১২৩)
কৃষ্ণ চন্দ্রন ৩/৪৫ (৯ ওভার)
খুররম খান ১৩২* (১৩৮)
দৌলত জাদরান ২/৪৫ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে বিজয়ী
আইসিসি একাডেমি, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) এবং রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: খুররম খান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • সংযুক্ত আরব আমিরাতের হয়ে সালমান ফারুকের ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই

[সম্পাদনা]
২ ডিসেম্বর ২০১৪
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২৭৩/৫ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৭৬/৮ (৪৯.৪ ওভার)
খুররম খান ৮৫* (৮০)
দৌলত জাদরান ২/৫১ (১০ ওভার)
জাভেদ আহমেদী ৬৭ (৪৫)
রোহন মুস্তফা ২/৩৩ (১০ ওভার)

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
৪ ডিসেম্বর ২০১৪
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২৫৮/৯ (৫০ ওভার)
 আফগানিস্তান
২২৮ (৪৯.৩ ওভার)
নওরোজ মঙ্গল ৪৮ (৪৭)
কামরান শাহজাদ ৩/৪৫ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৩০ রানে বিজয়ী
আইসিসি একাডেমি, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) এবং রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
  • আফগানিস্তান টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Afghanistan tour of United Arab Emirates 2014/15"ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪ 
  2. "United Arab Emirates vs Afghanistan"। ক্রিকবাজ। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪ 
  3. "United Arab Emirates Squad"ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪ 
  4. "Afghanistan Squad"ইএসপিএনক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]