স্পেনীয় মসজিদ
এই নিবন্ধে ব্যবহৃত কিছু তথ্যসূত্র নির্ভরযোগ্য নয়। (April 2011) |
স্প্যানীয় মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | বেগমপেট, হায়দ্রাবাদ, ভারত |
স্থানাঙ্ক | ১৭°২৬′৩৮″ উত্তর ৭৮°২৮′২১″ পূর্ব / ১৭.৪৪৩৮১১° উত্তর ৭৮.৪৭২৬১৬° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | মুরিস স্থাপত্য |
স্প্যানীয় মসজিদ, মসজিদ ইকবাল উদ দৌলা বা জামে মসজিদ আইওয়ান-ই-বেগমপেট নামেও পরিচিত, এটি ভারতের হায়দ্রাবাদের বেগমপেট এর পয়গাহ প্রাসাদে অবস্থিত একটি মসজিদ।[১]
মসজিদের নির্মাণ কাজ শুরু করেন পঞ্চম পাইগাহ আমির, এইচ.ই. নবাব মোহাম্মদ ফজলুদ্দিন খান, ইকবাল উদ দৌলা, স্যার ভিকার-উল-উমরা ১৯০০ সালে (১৯০২ সালে তার আকস্মিক মৃত্যুর কারণে) এবং তার উত্তরাধিকারী ও বড় ছেলে এইচ ই নবাব সুলতান উল মুল্ক বাহাদুর, রাজকুমারী জাহান্দারুনিসা বেগমের মাধ্যমে পাইগাহের ষষ্ঠ আমীর মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেন, লেডি ভিকার উল উমরা, স্পেন থেকে ফিরে আসার পর তিনি কর্ডোবার ক্যাথিড্রাল-মসজিদ দ্বারা খুব অনুপ্রাণিত ছিলেন। স্প্যানীয় মসজিদের বাহ্যিক এবং অভ্যন্তরভাগ বেশিরভাগই স্পেনের কর্ডোবার ক্যাথেড্রাল-মসজিদ এবং ভারতের কর্ণাটকের গুলবার্গার জামে মসজিদের মতো।[২][৩]
মসজিদটির অনন্য হিস্পানিক (মুরিশ) স্থাপত্যশৈলীর কারণে এটি মুরসের মসজিদ নামেও পরিচিত এবং বলা হয় এটি ভারতের অন্যতম। স্ট্যান্ড-আউট বৈশিষ্ট্য হল সাধারণ মিনার বা গম্বুজের পরিবর্তে স্পিয়ারগুলি; তারা এই মসজিদটিকে গির্জার মতো চেহারা দিয়েছে। সূচনাকাল থেকেই এই মসজিদটি পাইগাহ আমির স্যার ভিকার-উল-উমরার উত্তরাধিকারীদের দ্বারা রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা হয়।[৪]
ইতিহাস ও বৈশিষ্ট্য
[সম্পাদনা]মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায় মসজিদ ইকবাল উদ-দৌলা, মসজিদ আইওয়ান-ই-বেগম্পেট নামেও পরিচিত। এটি একবারে ৩০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন] স্প্যানিশ মসজিদটি খুব পরিচিত এবং সেকেন্দ্রাবাদ মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বৈশিষ্ট্যমণ্ডিত মসজিদ হিসেবে বিবেচিত। মসজিদটির রক্ষণাবেক্ষণ করেন মসজিদের ট্রাস্টি এবং পাইগাহ পরিবারের তরফ জনাব ফয়েজ খান।
সংরক্ষণ
[সম্পাদনা]স্প্যানিশ মসজিদটি এএসআই দ্বারা ঘোষিত ঐতিহ্যবাহী স্থান এবং ইউনেস্কো এশিয়া প্যাসিফিক মেরিট বিবেচনার জন্য আলোচনার অধীনে রয়েছে।[২][৩][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Barooah, Jahnabi (২৩ জুলাই ২০১২)। "Ramadan around the World in pictures"। Huffington Post। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২।
- ↑ ক খ "Masjid Iqbal-Ud-Daula - Begumpet, Hyderabad"। Flickr - Photo Sharing!।
- ↑ ক খ "beautiful mosque in the heart of Begumpet"। The Times Of India।
- ↑ "ANDHRA PRADESH TOURISM DEVELOPMENT CORPORATION OFFICIAL WEBSITE"। www.tourisminap.com। ২০০৮-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Mosque in Secunderabad"। Flickr - Photo Sharing!। ১১ ফেব্রুয়ারি ২০০৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হায়দ্রাবাদের বিস্ময়কর স্প্যানিশ মসজিদ
- Khan, Azgar (২০০৬-০৬-১৮)। "মসজিদ ইকবাল-উদ-দৌলা - বেগমপেট, হায়দ্রাবাদ"। Flickr। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - Archive (২০১০-০৮-১৯)। "Archive News"। The Hindu। ২০১০-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮।
- Archive (২০১০-০৮-২১)। "Archive News"। The Hindu। ২০১০-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮।