সুপার কাপ (ভারত)
আয়োজক | সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ফেডারেশন কাপের উত্তরাধিকারী হিসেবে) |
অঞ্চল | ভারত |
দলের সংখ্যা | ২৪ (সর্বমোট) |
আন্তর্জাতিক কাপ | এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ |
বর্তমান চ্যাম্পিয়ন | ইস্টবেঙ্গল (১ম শিরোপা) |
সবচেয়ে সফল দল | বেঙ্গালুরু এফসি এফসি গোয়া ওড়িশা ইস্টবেঙ্গল (১টি করে) |
টেলিভিশন সম্প্রচারক | স্টার স্পোর্টস |
ওয়েবসাইট | সুপার কাপ |
২০২৪ সুপার কাপ |
সুপার কাপ (এছাড়াও স্পনসরেশনের কারণের জন্য কলিঙ্গ সুপার কাপ নামেও পরিচিত) ভারতের একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটিতে আই-লিগে এবং ইন্ডিয়ান সুপার লিগে খেলা ২৫টি দল অংশগ্রহণ করে। এই লিগগুলিকে ভারতের পেশাদার ক্লাব ফুটবলের জন্য জাতীয় স্তরে ২য় ও ১ম ডিভিশন বলা হয়। টুর্নামেন্টটি আয়োজিত হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর তত্ত্বাবধানে।
ইতিহাস
[সম্পাদনা]১৯ ফেব্রুয়ারি ২০১৮ তে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফেডারেশন কাপের পরিবর্তে ভারতের প্রধান নকআউট ফুটবল প্রতিযোগিতা হিসেবে ভারতীয় সুপার কাপ তৈরির ঘোষণা করে।[১] ২০২০ ও ২০২১ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।
বিন্যাস
[সম্পাদনা]ইন্ডিয়ান সুপার লিগ এর ১২টি দল সরাসরি গ্রুপ পর্বে অংশগ্রহণের যোগ্যতার্জন করে। আই-লিগ এর ১৩টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে। এদের মধ্যে শ্রেষ্ঠ চারটি দল গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পারে।
দল গঠন নিয়ম
[সম্পাদনা]প্রতিটি দল তাদের প্রথম এগারোয় পাঁচটি করে বিদেশি খেলানোর সুযোগ পাবে । স্কোয়াডে ছয়টি বিদেশি রাখা যাবে ।[২]
ফলাফল
[সম্পাদনা]মৌসুম ভিত্তিক
[সম্পাদনা]মৌসুম | চ্যাম্পিয়ন | ফলাফল | রানার্স-আপ | মাঠ | দর্শক সংখ্যা |
---|---|---|---|---|---|
২০১৮ | বেঙ্গালুরু | ৪–১ | ইস্টবেঙ্গল | কলিঙ্গ স্টেডিয়াম | ৯,৫০০ |
২০১৯ | গোয়া | ২–১ | চেন্নাইয়িন | ১,৫০০ | |
২০২০ | কোভিড-১৯এর জন্য বাতিল | ||||
২০২১–২২ | ভারতীয় দলের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকার জন্য বাতিল | ||||
২০২৩ | ওড়িশা | ২–১ | বেঙ্গালুরু | ইএমএস স্টেডিয়াম | ৬,৯৫২ |
২০২৪ | ইস্টবেঙ্গল | ৩–২ (অ.স.প.) | ওড়িশা | কলিঙ্গ স্টেডিয়াম | ১০,১২১ |
ফাইনালে ক্লাবের প্রদর্শন
[সম্পাদনা]প্রতিবারের প্রতিযোগিতার ফাইনাল গুলি একটি নিরপেক্ষ মাঠে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।[৩]
ক্লাব | চ্যাম্পিয়ন | রানার্স-আপ | সর্বশেষ ফাইনাল জয় | সর্বশেষ ফাইনাল হার | ফাইনালে আত্মপ্রকাশ |
---|---|---|---|---|---|
বেঙ্গালুরু | ১ | ১ | ২০১৮ | ২০২৩ | ২ |
ওড়িশা | ১ | ১ | ২০২৩ | ২০২৪ | ২ |
ইস্টবেঙ্গল | ১ | ১ | ২০২৪ | ২০১৮ | ২ |
গোয়া | ১ | ০ | ২০১৯ | — | ১ |
চেন্নাইয়িন | ০ | ১ | — | ২০১৯ | ১ |
ফাইনালে অংশগ্রহণকারী দলসমূহের হেড কোচ
[সম্পাদনা]মৌসুম | জয়ী দলের প্রধান কোচ | জয়ী দল | রানার্স-আপ দলের প্রধান কোচ | রানার্স-আপ দল |
---|---|---|---|---|
২০১৮ | অ্যালবার্ট রোকা | বেঙ্গালুরু | খালিদ জামিল | ইস্টবেঙ্গল |
২০১৯ | সার্জিও লোবেরা | গোয়া | জন গ্রেগোরি | চেন্নাইয়িন |
২০২৩ | ক্লিফোর্ড মিরান্ডা | ওড়িশা | সাইমন গ্রেসন | বেঙ্গালুরু |
২০২৪ | কার্লেস কুয়াদ্রাত | ইস্টবেঙ্গল | সার্জিও লোবেরা | ওড়িশা |
গোল্ডেন বুট
[সম্পাদনা]মৌসুম | সর্বোচ্চ গোলদাতা | ক্লাব | গোল | নোট |
---|---|---|---|---|
২০১৮ | সুনীল ছেত্ৰী | বেঙ্গালুরু এফসি | ৬ | |
২০১৯ | কোরো | এফসি গোয়া | ৫ | |
২০২৩ | উইলমার জর্ডান | নর্থইস্ট ইউনাইটেড | ৭ | |
২০২৪ | ক্লিইটন সিলভা | ইস্টবেঙ্গল | ৫ |
স্পনসর
[সম্পাদনা]
সময় | স্পন্সর | টুর্নামেন্ট |
---|---|---|
২০১৮–২০২৩ | হিরো | হিরো সুপার কাপ |
২০২৪–বর্তমান | ওড়িশা সরকার | কলিঙ্গ সুপার কাপ |
সম্প্রচারক
[সম্পাদনা]সময় | সম্প্রচারক | অঞ্চল |
---|---|---|
২০১৮–বর্তমান | স্টার স্পোর্টস | ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা |
ফক্স স্পোর্টস | অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম | |
এটিএন চ্যানেল | কানাডা | |
ইএসপিএন+ | মার্কিন যুক্তরাষ্ট্র | |
ওএসএন স্পোর্টস | আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান, প্যালেস্টাইন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন | |
স্টার গোল্ড ইউকে | ইংল্যান্ড, আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, (এছাড়া ইউরোপের অনেকাংশে) | |
সুপারস্পোর্ট | দক্ষিণ আফ্রিকা, সাহারা-নিম্ন আফ্রিকা | |
ইউরোস্পোর্ট | ইউরোপ | |
ইএসপিএন আফ্রিকা | আফ্রিকার বিভিন্ন অংশ |
সময় | সম্প্রচারক | অঞ্চল |
---|---|---|
২০১৮–বর্তমান | ডিজনি হটস্টার | বিশ্বব্যাপী |
সমালোচনা
[সম্পাদনা]২০১৯ সালে দ্বিতীয় মৌসুমে আই-লিগের ৭টি ক্লাব, যথাক্রমে ইস্টবেঙ্গল, মোহনবাগান, গোকুলাম কেরালা এফসি, মিনার্ভা পাঞ্জাব এফসি, আইজল এফসি, চেন্নাই সিটি এফসি, নেরোকা এফসি সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন আই-লিগ ক্লাবগুলির প্রতি খারাপ ব্যবহারের জন্য টুর্নামেন্ট প্রত্যাহার করে নেয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Saharoy, Shilarze (১২ মার্চ ২০১৮)। "Chennaiyin to face Aizawl in Super Cup on March 31"। The Times of India। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "ঠিক হয়ে গেল বিদেশির সংখ্যা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Super Cup 2018 final: 'East Bengal need to play their own game vs Bengaluru FC'"। হিন্দুস্তান টাইমস। ২০ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।