সজীব ওয়াজেদ
সজীব ওয়াজেদ জয় | |
---|---|
![]() |
|
স্থানীয় নাম | জয় |
জন্ম | ঢাকা |
২৭ জুলাই ১৯৭১
বাসস্থান | ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্য নাম | জয় |
জাতিসত্তা | বাঙালি |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশী |
শিক্ষা | |
শিক্ষা প্রতিষ্ঠান | |
আদি শহর | রংপুর |
দাম্পত্য সঙ্গী | ক্রিস্টিন ওয়াজেদ |
সন্তান | সোপিয়া রেহানা ওয়াজেদ |
পিতা-মাতা |
সজীব আহমেদ ওয়াজেদ (জন্মঃ ২৭ জুলাই ১৯৭১) হলেন একজন বাংলাদেশী আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।[১]
পরিচ্ছেদসমূহ
প্রাথমিক জীবন[সম্পাদনা]
জয় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন। তাঁর বাবা এম এ ওয়াজেদ মিয়া, একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালে তাঁর নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর জয় মায়ের সাথে জার্মানী-লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। ফলে তাঁর শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস এ্যট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি স্হায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বাস করছেন।[২]
কর্মজীবন[সম্পাদনা]
২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি, জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়েছে।[২]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
জয় ২৬ অক্টোবর ২০০২ সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইনকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "২০০৭ সালের ইয়ং গ্লোবাল লিডার হিসেবে নির্বাচিত জয়"। দ্য ডেইলি স্টার। জুলাই ০১, ২০০৭। সংগ্রহের তারিখ জুলাই ০৭, ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|access-date=, |date=
(সাহায্য) - ↑ ক খ "সজীব ওয়াজেদ জয়"। priyo.com। সংগ্রহের তারিখ জুলাই ০৭, ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|access-date=
(সাহায্য)