মুজিবপিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুজিবপিডিয়া: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ
মুজিবপিডিয়ার প্রথম সংস্করণের প্রচ্ছদ
সম্পাদক
  • কামাল চৌধুরী (প্রধান সম্পাদক)
  • ফরিদ কবির (সম্পাদক)
  • আবু মো. দেলোয়ার হোসেন (নির্বাহী সম্পাদক)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়শেখ মুজিবুর রহমান
ধরনবিশ্বকোষ
প্রকাশিতডিসেম্বর, ২০২২
প্রকাশকহিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা১০০০
আইএসবিএন৯-৭৮৯-৮৪৩৫১-৮০৩-৩

মুজিবপিডিয়া ২০২২ সালে প্রকাশিত শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মজীবন, সংশ্লিষ্ট আন্দোলনের ইতিহাসের ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের তথ্য-উপাত্ত ভিত্তিক একটি জ্ঞানকোষ। দুই খন্ডের জ্ঞানকোষটি কামাল চৌধুরী, ফরিদ কবির ও আবু মো. দেলোয়ার হোসেনের সম্পাদনায় প্রণীত।[১] হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড এক হাজার পৃষ্ঠার বিশ্বকোষটি ২০২২ সালের ৭ ডিসেম্বর[২] আগামী প্রকাশনী হতে প্রথম সংস্করণ প্রকাশ করে।[৩][৪]

আধার[সম্পাদনা]

মুজিবপিডিয়ায় ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ ও সাংবাদিক রচিত ৫৯১টি ভুক্তি ও ৭৫০টি ঐতিহাসিক স্থিরচিত্র রয়েছে।[১] এটি দুই খন্ডের ১/৮ আঁকারের বাধাই করা ১০০০ পৃষ্ঠার সংকলিত গ্রন্থ।[৫][৬] এছাড়া জ্ঞানকোষটির অনলাইন সংস্করণে নতুন নির্মিত প্রায় ১০০টি ভিডিওচিত্র আছে।[৫]

প্রকাশনার ইতিহাস[সম্পাদনা]

মুজিবপিডিয়ার ভুক্তি, ঐতিহাসিক আলোকচিত্র যোগ ও সম্পাদনার জন্য দুইবছর গবেষণা চলে।[৩] ২০২১ সালের ১৯ অক্টোবর হিস্ট্রি এন্ড কালচার সার্কেল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জ্ঞানকোষ প্রণয়ন শুরু করে। গবেষণায় শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন, কর্ম ও আদর্শ, বিভিন্ন রাজনৈতিক সংগ্রামের মুজিবের সংশ্লিষ্ঠতার বিবরণ, একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালির মুক্তির ইতিহাস অন্তর্ভূক্ত ছিল।[৫] সিটি ব্যাংক লিমিটেড এটির গবেষণা ও প্রকাশনার অর্থায়ন করে। এটি ২০২১ সালের বিজয় দিবসে প্রকাশের জন্য পরিকল্পিত ছিল।[৭] পরবর্তীতে ২০২২ সালের ৭ ডিসেম্বর এটির প্রথম সংস্করণ প্রকাশ করা হয়। একক বই হিসেবে মুজিবপিডিয়া ২০২৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় আগামী প্রকাশনার পরিবেশনায় নিজনামে বিক্রয় কেন্দ্র পায়।[৪][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'মুজিবপিডিয়া'র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী"বাংলা ট্রিবিউন। ২০২৩-০৭-১০। ২০২৩-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০ 
  2. "প্রকাশিত হলো বঙ্গবন্ধুকে নিয়ে 'মুজিবপিডিয়া'"দৈনিক যুগান্তর। ২০২২-১২-০৭। ২০২৩-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০ 
  3. "বঙ্গবন্ধুকে নিয়ে 'মুজিবপিডিয়া' প্রকাশ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৩-০৭-১১। ২০২২-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০ 
  4. ধ্রুব, মো. মাহাদী ইসলাম (২০২৩-০২-১৬)। "বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম নিয়ে বইমেলায় 'মুজিবপিডিয়া'"সময় টিভি। ২০২৩-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০ 
  5. "প্রকাশিত হতে যাচ্ছে এক হাজার পৃষ্ঠার 'মুজিবপিডিয়া'"বার্তা২৪ ডট কম। ২০২১-১০-২৪। ২০২১-১২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০ 
  6. কবির, ফরিদ (২০২৩-০৩-০২)। "'মুজিবপিডিয়া'র দাম বেশি কেন?"আমাদের সময়। ২০২৩-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০ 
  7. "'মুজিবপিডিয়া' প্রকাশে সিটি ব্যাংক ও এইচসিসিবিএলের সমঝোতা সই"প্রথম আলো। ২০২১-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]