শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মন্ত্রিসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মন্ত্রিসভা
Flag of Bangladesh.svg
বাংলাদেশ-এর দ্বিতীয় মন্ত্রিসভা
বাংলাদেশ আওয়ামী লীগ
Sheikh Mujibur Rahman in 1950.jpg
শেখ মুজিবুর রহমান
গঠনের তারিখ১২ জানুয়ারি ১৯৭২
বিলুপ্তির তারিখ১৬ মার্চ ১৯৭৩
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানআবু সাঈদ চৌধুরী
সরকারপ্রধানশেখ মুজিবুর রহমান
মোট মন্ত্রী সংখ্যা২৩ (রাষ্ট্রপতিসহ)
সদস্য দলবাংলাদেশ জাতীয় লীগ
ইতিহাস
আইনসভার মেয়াদপ্রথম জাতীয় সংসদ
পূর্বতনশেখ মুজিবুর রহমানের প্রথম মন্ত্রিসভা
পরবর্তীশেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভা

শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় মন্ত্রিসভা ছিলো স্বাধীন বাংলাদেশের প্রথম সার্বভৌম সরকার। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭৩ সালের ১৬ মার্চ উক্ত দায়িত্ব হতে পদত্যাগ করেন।[১][২]

মন্ত্রিসভার সদস্যগণ[সম্পাদনা]

এই মন্ত্রিসভাটি নিম্নলিখিত মন্ত্রীদের সমন্বয়ে গঠিত হয়েছিল:[৩]

ক্রম প্রতিকৃতি নাম পদবী মন্ত্রণালয় / বিভাগ দায়িত্ব গ্রহণ অবমুক্তির তারিখ তথ্যসূত্র
Sheikh Mujibur Rahman in 1950.jpg শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী মন্ত্রিসভা সংক্রান্ত বিষয়াবলীঃ কেবিনেট ডিভিশন, এস্টাবলিশমেন্ট ডিভিশন ১২ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
প্রতিরক্ষা ১৩ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
স্বরাষ্ট্র সংক্রান্ত বিষয়াবলী ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
তথ্য ও বেতার ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
Sayed nazrul islam.jpg সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রী শিল্প ১৩ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
ব্যবসা ও বাণিজ্য ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
তাজউদ্দীন আহমদের চিত্র.jpg তাজউদ্দীন আহমেদ মন্ত্রী অর্থ ১৩ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
রাজস্ব ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
পরিকল্পনা ১৩ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
Monsur ali.jpg এম মনসুর আলী মন্ত্রী যোগাযোগ (সড়ক, জনপথ, সড়ক পরিবহন, রেলপথ ও বন্দর) ১৩ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
খন্দকার মোশতাক আহমেদের পুরাতন ছবি.jpg খন্দকার মুশতাক আহ্‌মদ মন্ত্রী বিদ্যুৎ, সেচ  ও বন্যা নিয়ন্ত্রণ ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
আব্দুস সামাদ আজাদ.jpg আব্দুস সামাদ আজাদ মন্ত্রী পররাষ্ট্র ১২ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
A h m kamarujjaman.jpg আবুল হাসানাত মোহাম্মদ কামারুজ্জামান মন্ত্রী সাহায্য ও পুনর্বাসন ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
ত্রাণ ও পুনর্বাসন ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
শেখ আবদুল আজিজ.jpg শেখ আবদুল আজিজ মন্ত্রী কৃষি ১২ জানুয়ারি ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
স্বায়ত্বশাসন, পল্লী উন্নয়ন ও সমবায় ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
মোহাম্মদ ইউসুফ আলী.jpg ইউসুফ আলী মন্ত্রী শিক্ষা  ও সাংস্কৃতিক বিষয়াবলী ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২ [৪]
শিক্ষা, সাস্কৃতিক বিষয়াবলী ও ক্রীড়া ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
১০ জহুর আহমেদ চৌধুরী.jpg জহুর আহমেদ চৌধুরী মন্ত্রী স্বাস্থ্য ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২ [৫]
শ্রম, সমাজ কল্যাণ ও পরিবার   পরিকল্পনা ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
সমাজকল্যাণ ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
১১ ফনী ভূষণ মজুমদার.jpg ফনী ভূষণ মজুমদার মন্ত্রী খাদ্য ও বেসামরিক সরবরাহ ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
১২ Dr. Kamal Hossain in front of Bangladesh Supreme Court (cropped).PNG কামাল হোসেন মন্ত্রী আইন ও পার্লামেন্টারী বিষয় ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
গৃহ নির্মাণ ও পূর্ত ১৩ জানুয়ারি ১৯৭২ ১৩ এপ্রিল ১৯৭২
১৩ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী.jpg মোস্তাফিজুর রহমান সিদ্দিকী মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
১৪ শামসুল হক (গাজীপুরের রাজনীতিবিদ).jpg শামসুল হক মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
১৫ মতিউর রহমান (রংপুরের রাজনীতিবিদ).jpg মতিউর রহমান মন্ত্রী পূর্ত ও নগর উন্নয়ন ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
১৬ আব্দুল মালেক উকিল.jpg আব্দুল মালেক উকিল মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩ [৫]
১৭ মোল্লা জালাল উদ্দীন আহমেদ.jpg মোল্লা জালাল উদ্দীন আহমেদ মন্ত্রী ডাক, তার  ও টেলিফোন ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
১৮ সোহরাব হোসেন (রাজনীতিবিদ).jpg মোহাম্মদ সোহরাব হোসেন মন্ত্রী বন, মৎস্য ও পশুপালন ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩ [৫]
১৯ Picture of Mizanur Rahman Chowdhury.jpeg মিজানুর রহমান চৌধুরী মন্ত্রী তথ্য ও বেতার ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
২০ আব্দুল মান্নান (টাঙ্গাইলের রাজনীতিবিদ).jpg আবদুল মান্নান মন্ত্রী স্বরাষ্ট্র ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
২১ আবদুর রব সেরনিয়াবাত.jpg আবদুর রব সেরনিয়াবাত মন্ত্রী ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার (ভূমি রাজস্বসহ) ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩
২২ মহম্মদ আতাউল গণি ওসমানী.jpg মহম্মদ আতাউল গণি ওসমানী মন্ত্রী জাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌ-চলাচল ও বিমান সংস্থা ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩ [৬]
২৩ মফিজ আলী চৌধুরী.png মফিজ চৌধুরী মন্ত্রী বিদ্যুৎ, প্রাকৃতিক সম্পদ ও বৈজ্ঞানিক  ও কারিগরী গবেষণা ১৩ এপ্রিল ১৯৭২ ১৬ মার্চ ১৯৭৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sheikh Mujibur Rahman, 1972-75"www.globalsecurity.org 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 
  3. Craig Baxter; Syedur Rahman (২০০৩)। Historical Dictionary of Bangladesh (Third সংস্করণ)। Lanham, Maryland: Scarecrow Press। পৃষ্ঠা 206–210। আইএসবিএন 0-8108-4863-5 
  4. "Mujib Takes Four More Cabinet Posts"Waterloo Daily Courier। Waterloo, Iowa। Associated Press। ৩১ জানুয়ারি ১৯৭২। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]উন্মুক্ত প্রবেশাধিকারযুক্ত প্রকাশনা - বিনামূল্যে পড়া যাবে
  5. Newberry, Daniel O. (১৭ মার্চ ১৯৭৩)। "New Bangladesh Cabinet"WikiLeaksWikiLeaks cable: 1973DACCA01186_b। ১৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬ 
  6. Ahmed, Sharif Uddin (১৯৯৯)। Sylhet: History and Heritage। Bangladesh Itihas Samiti। আইএসবিএন 978-984-31-0478-6The post of C-in-C in Bangladesh Army was abolished on 7 April, 1972 and he retired from the army for the second time. On 12 April, he became the Minister of Shipping, Inland Water Transport and Airways.