কারাগারের রোজনামচা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কারাগারের রোজনামচা
বইয়ের প্রচ্ছদ
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকশেখ মুজিবুর রহমান
প্রচ্ছদ শিল্পীতারিক সুজাত
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়ইতিহাস, রাজনীতি
ধরনস্মৃতিকথা
প্রকাশিত১৭ মার্চ ২০১৭
প্রকাশকবাংলা একাডেমি
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা৩৩২
আইএসবিএন৯৭৮৯৮৪০৭৫৭২২০
ওসিএলসি১০৪২০৭৬৭৪৩
পূর্ববর্তী বইঅসমাপ্ত আত্মজীবনী (২০১২) 
পরবর্তী বইআমার দেখা নয়াচীন (২০২০) 

কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন। ২০১৭ সালে মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।

বিষয়বস্তু[সম্পাদনা]

১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর ঘটনাবহুল জেল-জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধু নিজেই একটি রজনামায় তাঁর এই জেলস্মৃতির কথা লিখে রেখেছিলেন এবং এর নাম দিয়েছিলেন 'থালাবাটি কম্বল / জেলখানার সম্বল'। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না এই গ্রন্থে তুলে ধরা হয়েছে।[১]

পরিচয়[সম্পাদনা]

কারাগারের রোজনামচা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ১৭ই মার্চ (ফাল্গুন ১৪২৩) তারিখে। এটি প্রকাশ করে বাংলা একাডেমি। এর প্রকাশক ও কর্মসূচি পরিচালকের দায়িত্বে ছিলেন বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেন। এতে অর্থায়ন করেছিল 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার'-এর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং নামকরণ করেছেন তাঁর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা[২] এছাড়া বইটির প্রচ্ছদ তৈরি করেছেন শিল্পী তারিক সুজাত এবং প্রচ্ছদে ব্যবহৃত পোট্রেটটি এঁকেছেন রাসেল কান্তি দাশ। বইটির গ্রন্থস্বত্ব 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট'-এর। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ৩৩২।

অনুবাদ[সম্পাদনা]

বিভিন্ন ভাষায় কারাগারের রোজনামচা এর অনুবাদের তালিকা নিম্নরূপ:

ভাষা ঐ ভাষায় গ্রন্থের নাম অনুবাদক মোড়ক উন্মোচনের তারিখ
ইংরেজি Prison Diaries ড. ফকরুল আলম
অসমীয়া সৌমেন ভারতীয়া ১৯ শে জুলাই ২০১৯
ফরাসি ভাষা Journal de Prison অধ্যাপক ফিলিপে বেনোয়াঁ

আরও দেখুন[সম্পাদনা]

তথসূত্র[সম্পাদনা]

  1. জয়দেব, নন্দী (২৯ মার্চ ২০১৭)। "কারাগারের রোজনামচা : জেল-যন্ত্রণা ও জীবন-জিজ্ঞাসা"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭ 
  2. "কারাগারের রোজনামচা : জেল-যন্ত্রণা ও জীবন-জিজ্ঞাসা"। তারিন হোসেন। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]