সহীহ ইবনে খুজাইমাহ
অবয়ব
লেখক | আবু বকর মুহাম্মাদ ইবনে ইসহাক ইবনে খুজাইমাহ |
---|---|
ভাষা | আরবি |
ধরন | হাদিস সংকলন |
সহীহ ইবনে খুযাইমা বা সহীহ ইবনে খুজাইমাহ (আরবি: صحيح ابن خزيمة) হলো একটি হাদীস গ্রন্থ। ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজায়মাহ (৮৩৭ খ্রিস্টাব্দ/২২৩ হিজরী - ৯৩৩ খ্রিস্টাব্দ/৩১১ হিজরী) এটি রচনা ও সংকলন করেন।[১] হাদীস সংকলনে মাত্র চারটি বই রয়েছে যা 'সহীহ' বা 'সহিহ' শব্দ দিয়ে শুরু হয়েছে আর সহীহ ইবনে খুজাইমা এর মধ্যে একটি। অন্য তিনটি গ্রন্থ হল সহীহ বুখারী, সহীহ মুসলিম ও সহীহ ইবনে হিব্বান।[২]
বিবরণ
[সম্পাদনা]মকতাবা শামিলা অনুযায়ী বইটিতে প্রায় তিন হাজার (৩০০০) হাদিস রয়েছে । [৩] তাঁর রচনাটি সাধারণত সহীহ ইবনে খুজাইমাহ নামেই পরিচিত। ইবনে হাজারের মতে বইটির আসল শিরোনাম হল কিতাব আল-সহীহ। [৪]
বইটির লিখন পদ্ধতি
[সম্পাদনা]- লেখক তাঁর সময়ে অন্যান্য হাদিস গ্রন্থ অনুসারে তার বর্ণনা অধ্যায় এবং উপ-অধ্যায় করে। সেইভাবে, তিনি অযুর অধ্যায় দিয়ে শুরু করেন, এরপরে নামাজ, তেমনি ভাবে বাকি সব অধ্যায়। অযুর অধ্যায়ে (কিতাব আল-উদু), তিনি "আবওয়াব," যার মানে "দরজা", নামে একটি উপ-অধ্যায় রাখেন।
- তাঁর বইয়ের হাদীসগুলি বর্ণনাকারীদের শৃঙ্খল দ্বারা সমর্থিত যা শেষ পর্যন্ত নবী মুহাম্মদ (সা) কাছে ফিরে। যদি কোন হাদীসের একাধিক বর্ণনা থাকে তবে তিনি এর সবই উল্লেখ করেন।[৫][৬]
আরও দেখুন
[সম্পাদনা]- সুন্নি গ্রন্থের তালিকা
- কুতুব আল-সিত্তাহ
- সহিহ মুসলিম
- জামে আল তিরমিযী
- সুনানে আবু দাউদ
- সুনান আত-তিরমিজী
- সুনান-এ-ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ibn Khuzaimah"। মে ৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯।
- ↑ "Sahih Ibn Khuzaymah"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯।
- ↑ "صحيح ابن خزيمة • الموقع الرسمي للمكتبة الشاملة"। shamela.ws।
- ↑ "1. Sahih Ibn Khuzaymah"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯।
- ↑ "Lesser Known Hadith Compilations: Sahih Ibn Khuzaymah and Sahih Ibn Hibban"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯।
- ↑ "Ibn Khuzaimah (223 - 311 Hijri)"। মে ৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯।