বিষয়বস্তুতে চলুন

মুন্তাখাব হাদিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুন্তাখাব হাদিস
লেখকমুহাম্মদ ইউসুফ কান্ধলভি

মুন্তাখাব হাদীস হল মুহাম্মদ ইউসুফ কান্ধলভি কর্তৃক আরবিতে লিখিত হাদীসের একটি সংকলন। এই সংকলনটি ছয়টি গুণের উপর করা হয়েছে যেমনঃ কালিমায়ে তাইয়্যেবা, নামায, এলেম ও যিকির, একরামে মুসলিম, এখলাসে নিয়ত এবং দাওয়াত ও তাবলীগ। আর অতিরিক্ত একটি অধ্যায় "অহেতুক কথাবার্তা ও অনর্থক কাজকর্ম থেকে বাঁচিয়া থাকা"।উক্ত গ্রন্থের বিবৃতি তাবলীগ জামাআত উদ্ধৃতি হিসেবে দিয়ে থাকে এবং সোগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে। বর্তমানে এর নামকরণ করা হয়েছে ছয় সিফাত। বইটির বর্তমান সংসকরণটি লিখেছেন লেখকের নাতি মুহাম্মদ সাদ কান্ধলভি, যিনি বইটির উর্দু অনুবাদও করেন। গ্রন্থটি তাবলিগ জামাতে অতি জনপ্রিয় ও সেখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Muntakhab Ahadith: M M Yousuf Khandhlawi (English Translation)"kitaabun.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]