শওকত আলী ইমন
শওকত আলী ইমন | |
---|---|
জন্ম নাম | শওকত আলী ইমন |
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ১৯ জুলাই ১৯৭১
ধরন | চলচ্চিত্রের গান, রেকর্ডিং, ফোক, পপ |
পেশা | সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার |
বাদ্যযন্ত্র | কীবোর্ড, ভোকাল, বেহালা, গীটার |
কার্যকাল | ১৯৯৬ - বর্তমান |
লেবেল | সঙ্গীতা, লেজার ভিশন |
শওকত আলী ইমন (জন্ম: ১৯ জুলাই, ১৯৭১) একজন বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, ও সঙ্গীতশিল্পী। দুই দশকে প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।[১]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
শওকত আলী ইমনের জন্ম বাংলাদেশের ঢাকা জেলায় ১৯৭১ সালের ১৯ জুলাই। তার পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে। তার মা মুসলিমা বেগম একজন সঙ্গীতশিল্পী ছিলেন। তার দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও দেশের নামকরা সঙ্গীতশিল্পী।[২]
সঙ্গীত জীবন[সম্পাদনা]
শওকত আলী ইমনের সঙ্গীত জীবন শুরু হয় ১৯৯৬ সালে রুটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা দিয়ে।[৩] ২০০২ সালে চলচ্চিত্রে অশ্লীলতা দেখা দিলে তিনি সঙ্গীত পরিচালনা বন্ধ করে দেন। এরপর ২০০৭ সালে এক টাকার বউ চলচ্চিত্র দিয়ে নতুন করে যাত্রা শুরু করেন।[৪] ইমনের সুরে কণ্ঠ দিয়ে সঙ্গীত জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর, দিনাত জাহান মুন্নী, তাসিফ সহ আরো অনেকে।[৫]
তিনি কলকাতার অন্যায় অবিচার, বিচারক সহ ১২টি চলচ্চিত্রের গান পরিচালনা করেন। সেখানে তার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, অলকা ইয়াগনিক, সাধনা সরগম, বাবুল সুপ্রিয়, সনু নিগম, শানদের মত জনপ্রিয় সঙ্গিতশিল্পীরা।[৬] এছাড়াও তিনি বলিউডে মহেশ ভাট পরিচালিত সার্চ-২ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।[৭]
পারিবারিক জীবন[সম্পাদনা]
শওকত আলী ইমন ১৯৮৯ সালে ঢাকার হোটেল শেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্যঅভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সাথে পরিচিত হন এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৮] ১৭ বছর একসাথে সংসার করা পর ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।[৯] ২০১২ সালে তিনি জিনাত কবীরকে বিয়ে করেন।[১০]
ডিস্কোগ্রাফি[সম্পাদনা]
চলচ্চিত্রের গান[সম্পাদনা]
- রুটি (১৯৯৬)
- লাঠি (১৯৯৯)
- মগের মুল্লুক (১৯৯৯)
- গুন্ডা নাম্বার ওয়ান (২০০০)
- মনে পড়ে তোমাকে (২০০০)
- বিচ্চু বাহিনী (২০০১)
- মাটির ফুল (২০০৩)
- হীরা আমার নাম (২০০৫)
- রাজা নাম্বার ওয়ান
- আমার প্রাণের স্বামী (২০০৭)
- ১ টাকার বউ (২০০৮)
- আমার জান আমার প্রাণ (২০০৮)
- মন যেখানে হৃদয় সেখানে (২০০৯)
- পিরিতির আগুন জ্বলে দ্বিগুন (২০০৯)
- বলবো কথা বাসর ঘরে (২০০৯)
- শুভ বিবাহ (২০০৯)
- বলো না কবুল (২০০৯)
- রাস্তার ছেলে (২০০৯)
- ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০)
- চাচ্চু আমার চাচ্চু (২০১০)
- টাকার চেয়ে প্রেম বড় (২০১০)
- পরাণ যায় জ্বলিয়া রে (২০১০)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
- কোটি টাকার প্রেম (২০১১)
- সে আমার মন কেড়েছে (২০১২)
- ভালোবাসার রঙ (২০১২)
- হানিমুন (২০১২)
- মোস্ট ওয়েলকাম (২০১২)
- দ্যা স্পিড (২০১২)
- ডন নাম্বার ওয়ান (২০১২)
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)[১১]
- রোমিও (২০১৩)
- ভালোবাসা জিন্দাবাদ (২০১৩)
- অন্য রকম ভালোবাসা (২০১৩)
- নিঃস্বার্থ ভালোবাসা (২০১৩)
- তবুও ভালোবাসি (২০১৩)
- প্রেম করবো তোমার সাথে (২০১৪)
- তোকে ভালোবাসতেই হবে (২০১৪)
- হিরো দ্য সুপারস্টার (২০১৪)
- আই ডোন্ট কেয়ার (২০১৪)
- স্বপ্ন যে তুই (২০১৪)
- অল্প অল্প প্রেমের গল্প (২০১৪)
- কিস্তিমাত (২০১৪)
- লাভ স্টেশন (২০১৪)
- অ্যাকশন জেসমিন (২০১৫)
- অগ্নি ২ (২০১৫)
- আশিকী (২০১৫)
- লাভ ম্যারেজ (২০১৫)
- ব্ল্যাক মানি (২০১৫)
- ওয়ার্নিং (২০১৫)
- গেইম (২০১৫)
- বিগ ব্রাদার (২০১৫)
- মিসডকল (২০১৫)
- গ্যাংস্টার রিটানর্স (২০১৫)[১২]
- অনেক দামে কেনা (২০১৬)
- বাজে ছেলে: দ্য লোফার (২০১৬)[১৩]
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু (২০১৬)[১৪]
- ধ্যাততেরিকি (২০১৭)
অ্যালবাম[সম্পাদনা]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
সমালোচনা[সম্পাদনা]
২০১৪ সালে তার স্ত্রী জিনাত কবীরের কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সমালোচিত হন এই সঙ্গীত ব্যক্তিত্ব।[১৮] তথ্যপ্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হয়।[১৯]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ভিন্নরুপে শওকত আলী ইমন…"। সঙ্গীতাঙ্গন। ১৭ সেপ্টেম্বর ২০১৫। ২৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "সেলিব্রেটিদের আত্মীয়তার বন্ধন"। খুলনানিউজ.কম। ৬ এপ্রিল ২০১২। ২০১৬-০৩-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "আমাদের মিডিয়ার সাপোর্ট দরকার: শওকত আলী ইমন"। বিডিলাইভ। ৫ সেপ্টেম্বর ২০১৫। ৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ তানজিল আহমেদ জনি (২৯ মার্চ ২০১৫)। "কালজয়ী অনেক গানই নকল: শওকত আলী ইমন"। বিডিনিউজ। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "Emon's new arrival- Tasif [ইমনের নতুন মুখ - তাসিফ]"। প্রিয় নিউজ। ১১ অক্টোবর ২০১২। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ সমুদ্র বিপ্লব (১৫ জুলাই ২০১৫)। "যারা প্রকৃত মেধাবী তারাই সংগীতজগতে টিকে থাকবে: শওকত আলী ইমন"। ফেমাস নিউজ। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শওকত আলী ইমন"। প্রিয় নিউজ। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "Heart to heart with Bijori-Emon [একসাথে বিজরী-ইমন]"। দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "সঙ্গীত পরিচালক ইমন গ্রেফতার"। দৈনিক ইত্তেফাক। ২১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "প্রেমিকা জিনাতকে বিয়ে করলেন শওকত আলী ইমন"। নিউজ৭১। ৬ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী'র অডিও রেকর্ডিং শুরু"। দৈনিক যায় যায় দিন। সেপ্টেম্বর ২৭, ২০১২। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ আহমেদ জামান শিমুল (২ আগস্ট ২০১৫)। "পান্থ কানাই গাইলেন টাইটেল গান"। ঢালিউড২৪.কম। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "দুই দুটি সিনেমা মুক্তি পেল আইসক্রিম ও বাজে ছেলে"। মিডিয়া খবর। ২৯ এপ্রিল ২০১৬। ২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "আবার শওকত আলী ইমন ও আসিফ"। বিডিনিউজ। ১ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শওকত আলী ইমনের সুরে হৃদয় খান"। মিডিয়া খবর। ২৭ জুন ২০১৫। ২৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "শওকত আলী ইমন ফিচারিং আসিফ প্রজেক্টের"। বিডিলাইভ। ২৬ আগস্ট ২০১৫। ২৮ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "ডলি সায়ন্তনীর 'প্রজেক্ট ডলি'"। মিডিয়া খবর। ২৭ ফেব্রুয়ারি ২০১৬। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "গায়ক শওকত আলী ইমন কারাগারে"। দৈনিক প্রথম আলো। আগস্ট ২১, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "শওকত আলী ইমন গ্রেফতার"। বাংলাদেশ প্রতিদিন। আগস্ট ২১, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শওকত আলী ইমন (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শওকত আলী ইমন