লোকমান হোসেন ফকির
লোকমান হোসেন ফকির | |
---|---|
![]() | |
জন্ম | লোকমান হোসেন ফকির ২২ অক্টোবর ১৯৩৪ |
মৃত্যু | ২৩ এপ্রিল ১৯৯১ | (বয়স ৫৬)
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ![]() |
পেশা | গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক |
পরিচিতির কারণ | সঙ্গীতজ্ঞ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার) |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
বাদ্যযন্ত্র | |
লোকমান হোসেন ফকির একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ। তিনি একজন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে প্রসিদ্ধ। একুশের গানের অন্যতম একজন সুরকার তিনি।[১] সঙ্গীতে অবদানের জন্য মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক-এ ভূষিত হন।[২] চলচ্চিত্রের গানে অবদানের জন্য দেবু ভট্টাচার্য-এর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৩]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
লোকমান হোসেন ফকির ১৯৩৪ সালের ২২ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) টাঙ্গাইল জেলার ভুয়াপুরের নিকরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন[সম্পাদনা]
লোকমান হোসেন ফকির ১৯৬০ সালে বেতার কণ্ঠশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৫ সালে তিনি বেতার ও টেলিভিশনে গীতিকার ও সুরকার হিসেবে কাজ করেন।[৪] তিনি মূলত লোক সঙ্গীত-এ পারদর্শিতা অর্জন করেন। তার রচিত ও সুরকৃত "আবার জমবে মেলা, বটতলা হাটখোলা" গানটি ব্যাপক সমাদৃত।[৫] চরিত্রহীন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য দেবু ভট্টাচার্যের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অর্জন করেন। তার রচিত গ্রন্থসমূহের মধ্যে আমি শুনছি কবিতার বই ও লোকমান ফকিরের গান গীতি কবিতা উল্লেখযোগ্য।[৪]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- একুশে পদক
- ২০০৩: সঙ্গীত (মরণোত্তর)
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
মৃত্যু[সম্পাদনা]
লোকমান হোসেন ফকির ১৯৯১ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। [৬]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ সাজ্জাদ আরেফিন (ফেব্রুয়ারি ২১, ২০১৪)। "একুশের গান"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬।
- ↑ "একুশে পদক"। সাহিত্য বাজার। ফেব্রুয়ারি ২১, ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬।
- ↑ আবদুল্লাহ আল মুক্তাদির (১ জুলাই ২০১১)। "'সব মেঘে বৃষ্টি হয় না': সংকটে ঢাকাই চলচ্চিত্রের গান"। ম্যাজিক লন্ঠন। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬।
- ↑ ক খ "ঐতিহাসিক বৃহত্তর ময়মনসিংহর এক জনপদ টাঙ্গাইল"। ময়মনসিংহ বার্তা। ১৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬।
- ↑ মামুন তরফদার (২০ মে ২০১৫)। "বাংলাদেশের লোকমেলা"। দৈনিক সংগ্রাম। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "লোকমান হোসেন ফকিরের ২৫তম মৃত্যুবার্ষিকী"। দৈনিক প্রথম আলো। ২৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে লোকমান হোসেন ফকির (ইংরেজি)