রামনারায়ণ তর্করত্ন
রামনারায়ণ তর্করত্ন | |
---|---|
২৬ ডিসেম্বর ১৮২২ – জানুয়ারি ১৯, ১৮৮৬ | |
![]() রামনারায়ণ তর্করত্ন বাংলার প্রথম মৌলিক নাট্যকার | |
ডাক নাম: | নাটকে রামনারায়ণ |
জন্ম তারিখ: | ২৬ ডিসেম্বর ১৮২২ |
জন্মস্থান: | হরিনাভি, বাংলা (বর্তমানে পশ্চিমবঙ্গ) |
মৃত্যু তারিখ: | ১৯ জানুয়ারি ১৮৮৬ | (বয়স ৬৩)
জীবনকাল: | ২৬ ডিসেম্বর ১৮২২ – জানুয়ারি ১৯, ১৮৮৬ |
রামনারায়ণ তর্করত্ন (২৬শে ডিসেম্বর, ১৮২২—১৯শে জানুয়ারি, ১৮৮৬) একজন বাঙালি নাট্যকার। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনাভি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা (১৮৬২)।
শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]
রামনারায়ণের পিতা রামধন শিরোমনি সেকালের একজন নামকরা পণ্ডিত ছিলেন। তার দাদা প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। রামনারায়ণ সংস্কৃত কলেজে ১৮৪৩ থেকে ১৮৫৩ সাল পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি প্রথমে হিন্দু মেট্রোপলিটন কলেজে প্রধান পণ্ডিত হিসেবে এবং পরে সংস্কৃত কলেজে অধ্যাপক হিসেবে কাজ করেন। প্রায় ২৭ বছর তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন।১৮৮২ সালে এই কলেজ থেকে অবসর গ্রহণ করে তিনি নিজগ্রাম হরিনাভিতে চতুষ্পাঠী খুলে অধ্যাপনার দ্বারা বাকি জীবন অতিবাহিত করেন।
রামানারায়ণের লেখা নাটক[সম্পাদনা]
তার রচিত কিছু নাটক:[১]
- কুলীন-কুল-সর্বস্ব (১৮৫৪)
- যেমন কর্ম তেমন ফল (১৮৭২)
- নব নাটক (১৮৬৬)
- চক্ষুদান (১৮৬৯)
- উভয়সঙ্কট (১৮৬৯)
- বেণী সংহার' (১৮৫৬)
- রত্নাবলী (১৮৫৮)
- রুক্মিণী হরণ (১৮৭১)
- মালতী মাধব(১৮৬৭)
- স্বপ্নধন (১৮৩৩)
- ধর্মবিজয়(১৮৭৫)
- কংসবধ (১৮৭৫)
- পতিব্রতোপাখ্যান (১৮৫৩)
- অভিজ্ঞান শকুন্তল (১৮৬০)
- সম্বন্ধ সমাধি (১৮৬৭)
তথ্যসূত্র[সম্পাদনা]
- সোনারপুরের ইতিহাস ঐতিহ্য। হরিলাল নাথ-নিউ থট প্রকাশন। ২০০৬।
বহিঃসযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ↑ সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৩৫২-৫৩।