বিষয়বস্তুতে চলুন

যাত্রাপুর ইউনিয়ন, কুড়িগ্রাম সদর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যাত্রাপুর ইউনিয়ন
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাকুড়িগ্রাম সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

যাত্রাপুর কুড়িগ্রাম সদর উপজেলার একটি ইউনিয়ন। এটি ৯ নম্বর ইউনিয়ন। কুড়িগ্রাম শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের কোল ঘেসে এই ইউনিয়ন টি গড়ে উঠেছে । এতে ৯ টি ওয়ার্ড রয়েছে। বর্তমান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আলহাজ্ব আব্দুল গফুর

ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল যাত্রাপুর বাজার। সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দুদিন হাট বসে। নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিনতে পাওয়া যায়। নদীর তাজা মাছ এই বাজারের সবচেয়ে বড় আকর্ষন। অর্থনীতির কেন্দ্রবিন্দু এই বাজারে কোরবানীর পশু বেচা-কেনা হয়। দুর দুরান্তর থেকে তৈজষ পত্র কিনতে অনেক লোক সমাগম হয়।

যোগাযোগব্যবস্থা

[সম্পাদনা]

স্থানীয় লোকজন ব্যাটারিচালিত অটোরিক্সা ব্যবহার করে। প্রতিদিন শহরের বাসস্ট্যান্ড, শাপলা এবং ঘোষপাড়া থেকে এই অটোরিক্সা গুলো ছাড়ে। সময় লাগে ক্ষেত্র বিশেষে ২০-৩০ মিনিট। মোটরবাইকে সময় লাগে ১৫-২০ মিনিট।

গুগল ম্যাপ থেকে অবস্থান দেখে নিতে পারেন

RP8H+HWQ Jatrapur Union Parishad Complex, Kurigram

তথ্যসূত্র RP8H+HWQ Jatrapur Union Parishad Complex, Kurigram

[সম্পাদনা]