বিষয়বস্তুতে চলুন

যাদুরচর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৫°৩১′১৬″ উত্তর ৮৯°৪৮′৪৪″ পূর্ব / ২৫.৫২১০৭৬° উত্তর ৮৯.৮১২০৯৬° পূর্ব / 25.521076; 89.812096
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যাদুর চর
ইউনিয়ন
যাদুর চর ইউনিয়ন পরিষদ
যাদুর চর রংপুর বিভাগ-এ অবস্থিত
যাদুর চর
যাদুর চর
যাদুর চর বাংলাদেশ-এ অবস্থিত
যাদুর চর
যাদুর চর
বাংলাদেশে যাদুরচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৩১′১৬″ উত্তর ৮৯°৪৮′৪৪″ পূর্ব / ২৫.৫২১০৭৬° উত্তর ৮৯.৮১২০৯৬° পূর্ব / 25.521076; 89.812096
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলারৌমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৪
আয়তন[]
 • মোট৩৫.১০ বর্গকিমি (১৩.৫৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[]
 • মোট৩৩,৩৯৪
 • জনঘনত্ব৯৫০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৬৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

যাদুর চর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৭৯.৩৫।[] এ ইউনিয়নের মোট আয়তন ৮৬৭১ একর বা ৩৫.১০ বর্গকিলোমিটার।

নামকরণ

[সম্পাদনা]

যাদুরচর মৌজার নাম অনুযায়ী ইউনিয়নের নামকরণ করা হয়।

অবস্থান

[সম্পাদনা]

যাদুরচর ইউনিয়নের উত্তরে রৌমারী সদর, পুর্বে ভারত, দক্ষিনে রাজিবপুর উপজেলা, পশ্চিমে চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

যাদুর চর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল[]

  • ওয়ার্ড নং - ০১ : দিগলাপাড়া, চাকতাবাড়ী, চাকতাবাড়ী নতুনগ্রাম, মাষ্টারপাড়া, ধনারচর।
  • ওয়ার্ড নং - ০২ : গোলাবাড়ী, কাশিয়াবাড়ী, শ্রীফলগাতী, বাজারপাড়া, পূর্ব যাদুরচর।
  • ওয়ার্ড নং - ০৩ : বাইমমারী, উত্তর লালকুড়া, মধ্য লালকুড়া, দক্ষিণ কাশিয়াবাড়ী, পুরাতন যাদুরচর।
  • ওয়ার্ড নং - ০৪ : আকন্দপাড়া, ধনারচর নতুনগ্রাম, তিনতলী।
  • ওয়ার্ড নং - ০৫ : ধনারচর মধ্যপাড়া, ধনারচর পশ্চিমপাড়া, টেংড়া পাড়া, কাটিয়ামারী।
  • ওয়ার্ড নং - ০৬ : কোমড়ভাংগী, শিবেরডাংগী, সরকারপাড়া, নয়াপাড়া, ভিটাপাড়া, পাখিউড়া।
  • ওয়ার্ড নং - ০৭ : লাঠিয়াল ডাঙ্গা, চর লাঠিয়াল ডাঙ্গা, দক্ষিণ আলগাচর, বিক্রিবিল, পাহাড়তলী, গুচ্ছগ্রাম।
  • ওয়ার্ড নং - ০৮ : বকবান্দা নামাপাড়া, বকবান্দা ব্যাপাড়ীপাড়া, চরলাল কুড়া, দুবলাবাড়ী, বিক্রিবিল।
  • ওয়ার্ড নং - ০৯: বিওপি খেওয়ারচর, উত্তর আলগাচর, টোপপাড়া।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী যাদুর চর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৩৩৯৪ জন[], যারা ৮১১১ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৬১৬৬ জন এবং নারী হল ১৭২২৮ জন।

শিক্ষা ও সংস্কৃতি

[সম্পাদনা]

যাদুর চর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৩.৩%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩০.৮% এবং পুরুষ শিক্ষার হার ৩৬.০%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ যাদুর চর মডেল ডিগ্রি কলেজ, যাদুর চর উচ্চ বিদ্যালয় [], যাদুর চর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় [], যাদুর চর মহিউস সুন্নাত আলিম মাদ্রাসা, কাশিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি।

বিভিন্ন প্রতিষ্ঠান

[সম্পাদনা]

তহশিল অফিস- ১ টি

ডাকঘর- ১টি

ব্যাংক- ১ টি।

কলেজ = ২টি

স্কুল = ৩৮ টি

মাদ্রাসা = ২টি

হাইস্কুল = ৫টি।[]

স্বাস্থ্য

[সম্পাদনা]

যাদুর চর ইউনিয়নে ১টি বেসরকারি হাসপাতাল, ৬টি কমিউনিটি ক্লিনিক ও ১ টি পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

অর্থনীতি

[সম্পাদনা]

যাদুর চর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

হাট বাজার = ৩ টি। কর্তিমারী বাজার, সায়দাবাদ বাজার ও খেওয়ার চর বাজার।[]

যোগাযোগ

[সম্পাদনা]

রৌমারী সদর থেকে দক্ষিনে ৭ কি: মি: পরেই যাদুর চর ইউনিয়ন। এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো । তবে ২০ থেকে ৩০ কিলো রাস্তা পাকা হলেও বেশিরভাগ রাস্তাই কাচা। জেলা সদরে যেতে হলে কর্তিমারী কিংবা রৌমারী নৌকা ঘাট হতে নৌকাযোগে ব্রক্ষপুত্র পাড় হয়ে চিলমারী নয়তো কুড়িগ্রাম ঘাট হতে জেলায় যেতে হয়।[]

খাল ও নদী

[সম্পাদনা]

যাদুর চর ইউনিয়নের উল্লেখযোগ্য নদী ও খালবিলের নামঃ নদীর নাম

  1. জিঞ্জিরাম নদী
  2. হলহলিয়া নদী
  3. সোনাভরি নদী
  4. জালছিড়া নদী
  5. ধরনী নদী
  6. কালোপানি নদী

বিলের নাম

  1. বেকরীবিল।
  2. পাটাধোয়াপাড়া বিল
  3. ধনার চর চরের গ্রাম বিল।
  4. কোমরভাঙ্গি বিল।
  5. পাখিউড়া বিল।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

যাদুর চর ইউনিয়নের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:[][][]

  • বড়াইবাড়ী স্মৃতিসৌধ
  • পাটা ধোঁয়া শাপলা বিল
  • সোনাভরি নদী

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৩। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 
  3. "মানচিত্রে যাদুর চর ইউনিয়ন"jadurcharup.kurigram.gov.bd/। ২৫ জুলাই ২০২১। ২৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১ 
  4. "যাদুর চর ইউনিয়ন এর ওয়ার্ড ভিত্তিক গ্রাম"যাদুর চর ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৪ 
  5. https://www.dailyjanakantha.com/national/news/117699
  6. https://www.shomoyeralo.com/details.php?id=245462
  7. নিজস্ব প্রতিনিধি (১৮ আগস্ট ২০২৪)। "সৌন্দর্য ছড়াচ্ছে রৌমারীর পাটা ধোঁয়া শাপলা বিল"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪ 
  8. আকবর হোসেন (১৮ এপ্রিল ২০২১)। "বড়াইবাড়ী যুদ্ধ: কুড়িগ্রামে কুড়ি বছর আগের যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হয়"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪ 
  9. এস দিলীপ রায় (৩ আগস্ট ২০২১)। "নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বালু উত্তোলন"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]