বিদ্যানন্দ ইউনিয়ন
বিদ্যানন্দ ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৫নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | রাজারহাট উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২৪.৪৫ বর্গকিমি (৯.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৬,৩৬৫ |
• জনঘনত্ব | ৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
৫ নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]
ইতিহাস
[সম্পাদনা]আগে এই এলাকা রাজারহাট উপজেলার মধ্যে ১নং ইউনিয়ন নামে পরিচিত ছিল। কিন্তু বর্তমান তিস্তা নদী গর্ভে সব কিছু বিলীন হয়ে যাওয়ার কারণে ইতিহাস বলতে কিছুই নাই ।[২] ইতিহাস সুত্রে জানা যায় বিদ্যানন্দ ইউনিয়ন এর চতলা নামক স্থানে হুসেন শাহ ও লক্ষন সেনের মাঝে তুমুল যুদ্ধ হয় যুদ্ধে লক্ষন সেন ভারতের কোচ বিহারে পালিয়ে গেলে। হুসেন শাহের অন্তর্গত একটি অঞ্চলে পরিনত হয় বিদ্যানন্দ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজঃ ১টি, প্রাথমিক বিদ্যালয়-১৮টি, উচ্চ বিদ্যালয়-৩টি, কিন্ডার গাটেন - ০২টি, লিল্লাহ বোডিং- ০২টি, এবতেদায়ী মাদ্রাসা - ৩টি, আলিয়া মাদ্রাসা - ১ টি, দালিখ মাদ্রাসা - ০২টি, ফাজিল মাদ্রাসা- ০১ টি, ফোরকানিয়া মাদ্রাসা - ০২টি, হাফেজিয়া মাদ্রাসা - ০২টি।[২]
র্ধমীয় প্রতিষ্ঠান
[সম্পাদনা]মসজিদ মোট = ৩২ টি
মন্দির মোট = ৪ টি।[২]
গ্রামসমূহ
[সম্পাদনা]রামহরি, চতুরা, ডারিয়ার পাড়, ছোট চতুরা, মন্দির, বানিরকুটি, দুর্লভকুটি, টোংগারকুটি, পাউকারপাড়া, মনশ্বর, সুকদেব, বাগিচাপাড়া, বাড়াইপাড়া বসুনীয়াপাড়া, পাড়ামৌলা, রতি, গাবুর হেলান, তৈয়বখা, মানাবাড়ী, হাসার পাড়, চর বিদ্যানন্দ।[২] চর তৈয়ব খাঁ
বিভিন্ন প্রতিষ্ঠান
[সম্পাদনা]তহশিল অফিস- ১ টি
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র-০১ টি
ডাকঘর- ২টি। [২]
বিদ্যানন্দ আর্দশ বাজার
[সম্পাদনা]- রতিগ্রাম হাট
- ডাংরার বাজার।
- [২] বিদ্যানন্দ বাজার,
- আনন্দ বাজার
- বানিয়ার বাজার ( চর বিদ্যানন্দ)
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাজারহাট উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ "বিদ্যানন্দ ইউনিয়ন"। ২০২১-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।