ফুলবাড়ী ইউনিয়ন, ফুলবাড়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুলবাড়ী ইউনিয়ন
ইউনিয়ন
৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল০২-০২-২০১১ইং (নতুন ভবন)
আসন১২
আয়তন
 • মোট১৩.৯৬ বর্গকিমি (৫.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩১,৩৮৩/২,০০৯
 • জনঘনত্ব১.১/বর্গকিমি (২.৯/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

৩নং ফুলবাড়ী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

নামকরণ[সম্পাদনা]

চন্দ্রখানা মৌজায় অবস্থিত এ ইউনিয়ন পরিষদ। এখানে প্রচুর ফুল উৎপন্ন হত। কথিত আছে-শ্রী জগদ্বীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর পূর্বভাগ তহশীল কাছারী পরিদর্শনে এসে জায়গাটিতে কাঁশবন ও গেন্দাফুলে ভরপুর দেখে উক্ত স্থানের নামকরণ ফুলবাড়ী করেন।[১]

অবস্থান[সম্পাদনা]

উত্তর দিকে ভারত, দক্ষিনে বড়ভিটা ইনিয়ন পরিষদ, পশ্চিমে শিমুলবাড়ী ইউনিয়ন ও পূর্বে ভাঙ্গামোড় ইউনিয়ন যা সীমানা পিলার দ্বারা চিহিৃত করা ।[২]

সাধারণ তথ্য[সম্পাদনা]

  • জমির পরিমানঃ ৬৮৯১.৯১ একর। এক ফসলী-১৯৫০.২৫ একর , দু‍‍”ফসলী- ৪২১৬.৮২ একর, তিনফসলী জমি- ১৫৪৩.২৮ একর, অনাবাদি জমি- ১০.৮০ একর, পতিত জমি- ২.৭৮ একর, খাস জমি- ১০.২৩ একর, জলমহাল- ৫০.৬৯ একর, রাস্তা- ১০৮.০৬ একর ।
  • গ্রামের সংখ্যাঃ ২৩টি
  • মৌজার সংখ্যাঃ ৯টি, যথা-পানিমাছকুটি, কবিরমামুদ, বিদ্যাবাগিশ, চন্দ্রখানা, কুটিচন্দ্র, নাগদহ, বজরের খামার, জোতকৃষ্ণহরি এবং কিশামত প্রাণকৃষ্ণ।
  • মোট ভোটার সংখ্যাঃ ২০, ৪২২ জন
  • মোট খানার সংখ্যাঃ ৭২৪৩টি।
  • ছিটমহল -১টি।
  • সীমান্ত ফারি : ১টি (গংগারহাট বিজিবি ক্যাম্প)
  • ব্যাংক: ৫টি
  • হ্যালিপ্যাড  : ১টি।[২]

প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • ইউনিয়ন পাবলিক লাইব্রেরীঃ ০১টি
  • ইউনিয়ন ফেডারেশন অফিসঃ ০১টি
  • কমিউনিটি ক্লিনিকঃ ০৪টি
  • এতিমখানাঃ ০২টি
  • ব্যাংকঃ ০৫টি
  • সাংস্কুতিক সংগঠন-৬টি।[২]

শিক্ষা প্রদিষ্ঠান[সম্পাদনা]

  • কলেজের সংখ্যা : ২টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ০৬টি
  • মাধ্যমিক বিদ্যালয়  : ০২টি
  • মাদরাসা : ৪টি
  • প্রাথমিক বিদ্যালয়: (৯টি সকারী) ( ১৬ টি বেসরকারী)
  • স্বল্প ব্যায়ি প্রথামিক বিদ্যালয়  : ০৩টি
  • কিন্ডারগার্টেন স্কুল  : ৬টি।[২]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ফুলবাড়ী ইউপি হতে ভাঙামোড় পর্যন্ত ৭ কি.মি., ফুলবাড়ী বাজার হতে খড়িবাড়ি হাট পর্যন্ত ৬ কি.মি.। [২]

ধর্মীয় অবস্থা[সম্পাদনা]

  • মসজিদঃ ৬৩টি
  • মন্দিরঃ ১৮টি
  • কবরস্থান -১টি
  • শ্নাশান ঘাটঃ ০১টি।[২]

হাট বাজার[সম্পাদনা]

  • সরকারী হাটবাজারঃ ০১টি। তন্মধ্যে-ফুলবাড়ী হাট।
  • বে-সরকারী হাটবাজারঃ ১০টি। তন্মধ্যে-শীবের বাজার, পুলের পার বাজার, আমতলা বাজার, টনকার মোড় বাজার, কালীরহাট বাজার, প্রদীপ বাজার, দেবীরপাট বাজার । [২]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

দাশিয়ার ছড়া ছিটমহল, ফুলসাগর, নীলকমল নদী

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইউনিয়ন, ফুলবাড়ী (২৬-৭-২০২১)। "ফুলবাড়ী উপজেলা"ফুলবাড়ী উপজেলা। ২৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ইউনিয়ন, ফুলবাড়ী (২৬-৭-২০২১)। "ফুলবাড়ী ইউনিয়ন"ফুলবাড়ী ইউনিয়ন। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)