বিষয়বস্তুতে চলুন

ফুলবাড়ী ইউনিয়ন, ফুলবাড়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুলবাড়ী ইউনিয়ন
ইউনিয়ন
৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাফুলবাড়ী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল০২-০২-২০১১ইং (নতুন ভবন)
আসন১২
আয়তন
 • মোট১৩.৯৬ বর্গকিমি (৫.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩১,৩৮৩/২,০০৯
 • জনঘনত্ব১.১/বর্গকিমি (২.৯/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

৩নং ফুলবাড়ী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর অন্তর্গত একটি ইউনিয়ন।[]

নামকরণ

[সম্পাদনা]

চন্দ্রখানা মৌজায় অবস্থিত এ ইউনিয়ন পরিষদ। এখানে প্রচুর ফুল উৎপন্ন হত। কথিত আছে-শ্রী জগদ্বীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর পূর্বভাগ তহশীল কাছারী পরিদর্শনে এসে জায়গাটিতে কাঁশবন ও গেন্দাফুলে ভরপুর দেখে উক্ত স্থানের নামকরণ ফুলবাড়ী করেন।[]

অবস্থান

[সম্পাদনা]

উত্তর দিকে ভারত, দক্ষিনে বড়ভিটা ইনিয়ন পরিষদ, পশ্চিমে শিমুলবাড়ী ইউনিয়ন ও পূর্বে ভাঙ্গামোড় ইউনিয়ন যা সীমানা পিলার দ্বারা চিহিৃত করা ।[]

সাধারণ তথ্য

[সম্পাদনা]
  • জমির পরিমানঃ ৬৮৯১.৯১ একর। এক ফসলী-১৯৫০.২৫ একর, দু‍‍”ফসলী- ৪২১৬.৮২ একর, তিনফসলী জমি- ১৫৪৩.২৮ একর, অনাবাদি জমি- ১০.৮০ একর, পতিত জমি- ২.৭৮ একর, খাস জমি- ১০.২৩ একর, জলমহাল- ৫০.৬৯ একর, রাস্তা- ১০৮.০৬ একর ।
  • গ্রামের সংখ্যাঃ ২৩টি
  • মৌজার সংখ্যাঃ ৯টি, যথা-পানিমাছকুটি, কবিরমামুদ, বিদ্যাবাগিশ, চন্দ্রখানা, কুটিচন্দ্র, নাগদহ, বজরের খামার, জোতকৃষ্ণহরি এবং কিশামত প্রাণকৃষ্ণ।
  • মোট ভোটার সংখ্যাঃ ২০, ৪২২ জন
  • মোট খানার সংখ্যাঃ ৭২৪৩টি।
  • ছিটমহল -১টি।
  • সীমান্ত ফারি : ১টি (গংগারহাট বিজিবি ক্যাম্প)
  • ব্যাংক: ৫টি
  • হ্যালিপ্যাড  : ১টি।[]

প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  • ইউনিয়ন পাবলিক লাইব্রেরীঃ ০১টি
  • ইউনিয়ন ফেডারেশন অফিসঃ ০১টি
  • কমিউনিটি ক্লিনিকঃ ০৪টি
  • এতিমখানাঃ ০২টি
  • ব্যাংকঃ ০৫টি
  • সাংস্কুতিক সংগঠন-৬টি।[]

শিক্ষা প্রদিষ্ঠান

[সম্পাদনা]
  • কলেজের সংখ্যা : ২টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ০৬টি
  • মাধ্যমিক বিদ্যালয়  : ০২টি
  • মাদরাসা : ৪টি
  • প্রাথমিক বিদ্যালয়: (৯টি সকারী) ( ১৬ টি বেসরকারী)
  • স্বল্প ব্যায়ি প্রথামিক বিদ্যালয়  : ০৩টি
  • কিন্ডারগার্টেন স্কুল  : ৬টি।[]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ফুলবাড়ী ইউপি হতে ভাঙামোড় পর্যন্ত ৭ কি.মি., ফুলবাড়ী বাজার হতে খড়িবাড়ি হাট পর্যন্ত ৬ কি.মি.। []

ধর্মীয় অবস্থা

[সম্পাদনা]
  • মসজিদঃ ৬৩টি
  • মন্দিরঃ ১৮টি
  • কবরস্থান -১টি
  • শ্নাশান ঘাটঃ ০১টি।[]

হাট বাজার

[সম্পাদনা]
  • সরকারী হাটবাজারঃ ০১টি। তন্মধ্যে-ফুলবাড়ী হাট।
  • বে-সরকারী হাটবাজারঃ ১০টি। তন্মধ্যে-শীবের বাজার, পুলের পার বাজার, আমতলা বাজার, টনকার মোড় বাজার, কালীরহাট বাজার, প্রদীপ বাজার, দেবীরপাট বাজার । []

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

দাশিয়ার ছড়া ছিটমহল, ফুলসাগর, নীলকমল নদী

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ইউনিয়ন, ফুলবাড়ী (২৬-৭-২০২১)। "ফুলবাড়ী উপজেলা"ফুলবাড়ী উপজেলা। ২৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ইউনিয়ন, ফুলবাড়ী (২৬-৭-২০২১)। "ফুলবাড়ী ইউনিয়ন"ফুলবাড়ী ইউনিয়ন। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)