উমরমজিদ ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমরমজিদ ইউনিয়ন
ইউনিয়ন
৬নং উমরমজিদ ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলারাজারহাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৩.২৯ বর্গকিমি (৮.৯৯ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

৬ নং উমরমজিদ ইউনিয়ন পরিষদ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]

নামকরণ[সম্পাদনা]

কথিত আছে যে, বর্তমানে ৩ নং ওয়ার্ডের অন্তর্গত ‘‘উমরমজিদ’’ মৌজায় সেই সময় উমর ও মজিদ নামে দুই ভাই বাস করতেন। তাঁহারা খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তাই তাহাদের নামে প্রথমে সেই এলাকার নাম উমরমজিদ হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে যখন উমরমজিদ ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করা হয়, তখন তাহাদের নামানুসারে উমরমজিদ ইউনিয়নের নামকরণ করা হয়। পরিষদটি ১৯২৯ সালে স্থাপিত হয়।[২]

অবস্থান[সম্পাদনা]

রাজারহাট উপজেলা হতে পূর্ব-দক্ষিণে ৮ কিলোমিটার এবং কুড়িগ্রাম সদর হতে দক্ষিণ-পশ্চিমে ৯ কিলোমিটার। দক্ষিণে পান্ডুল ইউনিয়ন, উত্তরে বেলগাছা ও চাকির পাশার ইউনিয়ন, পূর্বে দূর্গাপুর ইউনিয়ন ও গোড়াই এবং পশ্চিমে নাজিম খাঁন ইউনিয়ন।[২]

ভৌগোলিক পরিচিতি[সম্পাদনা]

জেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিম কোণে উমরমজিদ ইউনিয়ন পরিষদ অবস্থিত। এখানে কোন নদী নাই। অধিকাংশ এলাকা প্রায় সমতল। পূর্ব ও উত্তর দিকে এই ইউনিয়নের একমাত্র নিম্নাঞ্চল। বন্যার সময় এই এলাকা প্লাবিত হয়। ধান, গম, পাট, সরিষা, আলু, পটল ইত্যাদি এখানকার প্রধান ফসল। এখানকার অধিকাংশ লোকই কৃষিজীবী। কিছু লোক চাকুরীজীবী ও অন্যান্য পেশায় নিয়োজিত।[২]

যোগাযোগ[সম্পাদনা]

কুড়িগ্রাম সদর হতে প্রায় ১২ কি: মি: পশ্চিম দক্ষিণ কর্নারে এবং রাজারহাট উপজেলা হতে ৮ কি: মি: পূর্বে ফরকেরহাট বাজারের মধ্য স্থানে অত্র ইউনিয়ন পরিষদ টি অবস্থিত। যোগাযোগ ব্যাবস্থা অতি সুগম।[২]

বিভিন্ন প্রতিষ্ঠান[সম্পাদনা]

তহশিল অফিস- ১ টি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র-০১ টি

ডাকঘর- ১টি। [২]

হাটবাজার[সম্পাদনা]

  1. ফরকের হাট
  2. বটতলির বাজার।
  3. রাজমল্লীর হাট।[২]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

তিস্তা নদী

আরও দেখুন[সম্পাদনা]

রাজারহাট উপজেলা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজারহাট উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪ 
  2. "উমর মজিদ ইউনিয়ন"। ২০২১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪