বিষয়বস্তুতে চলুন

রাণীগঞ্জ ইউনিয়ন, চিলমারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাণীগঞ্জ ইউনিয়ন
ইউনিয়ন
১নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ।
রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাচিলমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-৪
জনসংখ্যা
 • মোট৩৪,৯২১
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

রাণীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারীর অন্তর্গত একটি ইউনিয়ন। চিলমারী হতে ১০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্রহ্মপুত্র নদের তীরে  রাণীগঞ্জ ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নটির একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

জনসংখ্যা

[সম্পাদনা]

রাণীগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪৯২১জন । []

খাল ও নদী

[সম্পাদনা]

রাণীগঞ্জ ইউনিয়নে মুঙ্গির বিল, কয়ার বিল, মাগুড়া বিল, প্রভৃতি রয়েছে। এছাড়াও, ইউনিয়নের ভৌগোলিক সীমার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বৃহৎ ব্রহ্মপুত্র নদ , যা এর প্রাকৃতিক বৈশিষ্ট্যকে আরো সমৃদ্ধ করেছে।

ব্রহ্মপুত্র নদ, ফকিরের হাট

শিক্ষা

[সম্পাদনা]

রাণীগঞ্জ ইউনিয়নে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা ইউনিয়নের শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো :

  • ফকিরের হাট উচ্চ বিদ্যালয়,
  • কুঠিরগ্রাম বালিকা দাখিল মাদরাসা,
  • ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদরাসা,
  • রাণীগঞ্জ কাচারি মাদ্রাসা,
  • কাচকোল ছকিনা মাদ্রাসা,
  • কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়,
  • রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ।

খেলাধুলা ও সংস্কৃতি

[সম্পাদনা]

ইউনিয়নের প্রধান খেলাধুলার মধ্যে বিভিন্ন আন্তঃগ্রাম ফুটবল প্রতিযোগিতা, হাডুডু, নৌকাবাইচ, ষাঁড় লড়াই ইত্যাদি স্থানীয়ভাবে সাড়ম্বরে আয়োজন করা হয়। নৌকাবাইচ অত্যন্ত জনপ্রিয়। এছাড়া বিভিন্ন সময় যাত্রাপালা, বাউল/বয়াতি গানের আসর, সার্কাসের বিচিত্র প্রদর্শনী এখানে বিদ্যমান। প্রতিবছর রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, কাঁচকোল ও রাণীগঞ্জে গ্রাম্য মেলা বসে।

পর্যটন

[সম্পাদনা]
  • কালিকুড়া টি বাঁধ
  • ফকিরের হাট খেয়া ঘাট
  • কাঁচকোল ঘাট

হাট-বাজার

[সম্পাদনা]
ক্রমিক নাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
ফকিরেরহাট বাজার ৩০০ মিটার ২৫০ মিটার ২৫০০০টাকা রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম।
আমেরতল বাজার ৩০০ মিটার রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম।
কাঁচকোল বাজার ২৫০ মিটার

৪।রানিগঞ্জ বাজার

২৫০ রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম।
  1. "জনসংখ্যার তালিকা (ওয়ার্ড ভিত্তিক)"