রাণীগঞ্জ ইউনিয়ন, চিলমারী
রাণীগঞ্জ ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | চিলমারী উপজেলা ![]() |
আসন | কুড়িগ্রাম-৪ |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,৯২১ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
রাণীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারীর অন্তর্গত একটি ইউনিয়ন। চিলমারী হতে ১০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্রহ্মপুত্র নদের তীরে রাণীগঞ্জ ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নটির একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জনসংখ্যা
[সম্পাদনা]রাণীগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪৯২১জন । [১]
খাল ও নদী
[সম্পাদনা]রাণীগঞ্জ ইউনিয়নে মুঙ্গির বিল, কয়ার বিল, মাগুড়া বিল, প্রভৃতি রয়েছে। এছাড়াও, ইউনিয়নের ভৌগোলিক সীমার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বৃহৎ ব্রহ্মপুত্র নদ , যা এর প্রাকৃতিক বৈশিষ্ট্যকে আরো সমৃদ্ধ করেছে।

শিক্ষা
[সম্পাদনা]রাণীগঞ্জ ইউনিয়নে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা ইউনিয়নের শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো :
- ফকিরের হাট উচ্চ বিদ্যালয়,
- কুঠিরগ্রাম বালিকা দাখিল মাদরাসা,
- ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদরাসা,
- রাণীগঞ্জ কাচারি মাদ্রাসা,
- কাচকোল ছকিনা মাদ্রাসা,
- কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়,
- রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ।
খেলাধুলা ও সংস্কৃতি
[সম্পাদনা]ইউনিয়নের প্রধান খেলাধুলার মধ্যে বিভিন্ন আন্তঃগ্রাম ফুটবল প্রতিযোগিতা, হাডুডু, নৌকাবাইচ, ষাঁড় লড়াই ইত্যাদি স্থানীয়ভাবে সাড়ম্বরে আয়োজন করা হয়। নৌকাবাইচ অত্যন্ত জনপ্রিয়। এছাড়া বিভিন্ন সময় যাত্রাপালা, বাউল/বয়াতি গানের আসর, সার্কাসের বিচিত্র প্রদর্শনী এখানে বিদ্যমান। প্রতিবছর রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, কাঁচকোল ও রাণীগঞ্জে গ্রাম্য মেলা বসে।
পর্যটন
[সম্পাদনা]- কালিকুড়া টি বাঁধ
- ফকিরের হাট খেয়া ঘাট
- কাঁচকোল ঘাট
হাট-বাজার
[সম্পাদনা]ক্রমিক | নাম | আয়তন | চান্দিনা ভিটির সংখ্যা | ইজারা মূল্য | ঠিকানা |
১ | ফকিরেরহাট বাজার | ৩০০ মিটার | ২৫০ মিটার | ২৫০০০টাকা | রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম। |
২ | আমেরতল বাজার | ৩০০ মিটার | রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম। | ||
৩ | কাঁচকোল বাজার | ২৫০ মিটার |
৪।রানিগঞ্জ বাজার |
২৫০ | রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম। |