ভাঙ্গামোড় ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাঙ্গামোড় ইউনিয়ন
ইউনিয়ন
৫নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল১৯৬০ খ্রীঃ
আয়তন
 • মোট২৬.৯২ বর্গকিমি (১০.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,৯৭১জন
সাক্ষরতার হার
 • মোট৪৮.৩০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

৫নং ভাঙ্গামোড় ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

নামকরণ[সম্পাদনা]

এলাকাটি ইতিপূর্ব হতে ধরলা নদীর কবলে এবং নদী ভাঙ্গন ছিল এলাকাটির প্রধান সমস্যা। এ ভাঙ্গাকে কেন্দ্র করে অত্র এলাকার নাম হয় ভাঙ্গামোড়। ভাঙ্গামোড় মৌজার নামে ইউনিয়ন পরিষদের নাম করন করা হয় ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ।[২]

অবস্থান[সম্পাদনা]

উত্তরে কাশীপুর ইউনিয়ন দক্ষিনে ধরলা নদী ও হোলো খানা ইউনিয়ন পূর্বে হাসনাবাদ ইউনিয়ন পশ্চিমে ছিট ডাসিয়ার ছড়া (ভারত) ও বড়ভিটা ইউনিয়ন।[২]

সাধারণ তথ্য[সম্পাদনা]

  • জমির পরিমানঃ ১.০৩ একর।
  • গ্রামের সংখ্যাঃ ৮৫টি
  • মৌজার সংখ্যাঃ ১০টি
  • পরিবারের সংখ্যাঃ ৬৪৩৩টি।
  • মোট ভোটার সংখ্যাঃ ১৮.৬৬৪টি
  • মোট খানার সংখ্যাঃ ৬৪৩৩টি।[২]

প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • ইউনিয়ন পাবলিক লাইব্রেরীঃ ০১টি
  • ইউনিয়ন ফেডারেশন অফিসঃ ০১টি
  • কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি
  • এতিমখানাঃ ০২টি
  • ব্যাংকঃ ০১টি
  • সাংস্কুতিক সংগঠন-১টি।[২]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কুড়িগ্রমি ও ফুলবাড়ী উপজেলা হতে স্থল পথে যাওয়া যায়। ইউনিয়ন পরিষদ হইতে উপজেলা সদরের দুরত্ব ১০ কিলোমিটার (প্রায়) এবং ইউনিয়ন পরিষদ হতে জেলা পরিষদের দুরত্ব ৩০ কিলোমিটার (প্রায়)। নৌ পথে খোচাবাড়ী ঘাট হইতে কুড়িগ্রাম(ধরলা নদী পথ)।[২]

ধর্মীয় অবস্থা[সম্পাদনা]

  • মসজিদঃ ৫৫টি
  • মন্দিরঃ ১০টি
  • সরকারী কবর স্থানঃ
  • শ্নাশান ঘাটঃ ০২টি।[২]

হাট বাজার[সম্পাদনা]

  • সরকারী হাটবাজারঃ ০৩টি। তন্মধ্যে-খড়িবাড়ী হাট।
  • বে-সরকারী হাটবাজারঃ০৪টি।[২]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইউনিয়ন, ভাঙ্গামোড় (২৬-৭-২০২১)। "ফুলবাড়ী উপজেলা"ফুলবাড়ী উপজেলা। ২৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ইউনিয়ন, ভাঙ্গামোড় (২৬-৭-২০২১)। "ভাঙ্গামোড় ইউনিয়ন"ভাঙ্গামোড় ইউনিয়ন। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)