নেওয়াশী ইউনিয়ন
নেওয়াশী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,১৪৭ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
৭নং নেওয়াশী ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]
নামকরণ
[সম্পাদনা]নেওয়াশী মৌজা ও গ্রামের নামানুসারে ইউনিয়নের নাম রাখা হয় নেওয়াশী ইউনিয়ন।
অবস্থান
[সম্পাদনা]নেওয়াশী ইউনিয়নটি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থিত। নেওয়াশী ইউনিয়নের পূর্ব দিকে নাগেশ্বরী পৌরসভা, পশ্চিমে ফুলবাড়ী থানা, উত্তরে সন্তোষ্পুর ইউনিয়ত পরিষদ, দক্ষিনে হাসনাবাদ ইউনিয়ন এরমাঝা নেওয়াশী ইউইয়ন অবস্থিত। [২]
সাধারণ তথ্য
[সম্পাদনা]- মৌজা-৬টি, যথা-
- গ্রাম-৩৬টি। যথা-মোক্তারকুটি, মন্ডলটারী, বলদিটারী, পূর্বগ্রাম, ব্যাংদোলা, নাতকুড়ারপাড়, পন্তাবাড়ী, হিরারভিটা, বালাটারী, ঘরজেয়াটারী, ঠকটারী, মেরুয়ারপাড়, পশ্চিম সুখাতী, সুখাতী বোর্ড ঘর, উজানটারী , ঝাকুয়াটারী, কৈয়াপাড়া, গিরাইরপাড়, চাকেরকুটি, কাশিরডারা, এগারমাথা, জয়মঙ্গল, উত্তর সুখাতী, পানাকুড়ি, নেওয়াশী, মোল্লাপাড়া, বুড়িরছাড়া,
মাগুরমুরারপাড়, কানিপাড়া, হাজীপাড়া, একতাপাড়া, ফকিরেরহাট, মসলিয়ারপাড়, তেলিপাড়া ও সরকারপাড়া
- কমিউনিটি ক্লিনিক = ৩ টি
- হাট বাজার -২টি। যথা-এগারমাথা বাজার ও ফকিরের হাট
- এনজিও-৭টি
- কবরস্থান-৫টিি
- ঈদগাহ-১২টি
- ক্রীড়া সংগঠন-৪টি, যথা-১. একতা ক্রীড়া সংগঠন ২। জুয়েল স্মৃতি ক্রীড়া সংগঠন ৩। মাসুদ স্পটিং ক্লাব ৪। সুখাতী তরুন সংঘ ।
- সাংস্কৃতিক সংগঠন-১টি।
- মসজিদ = ১৩ টি
- মন্দির = ০৪ টি।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫টি।
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫টি।
- নিম্নমাধ্যমিক বিদ্যালয়ঃ ২টি।
- মাদ্রাসাঃ ৪টি।
- কলেজঃ ১টি।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হতে সোজা পূর্ব-উত্তর কোনে ওয়াবদা বাজার যাওয়ার পথে হাতের বামে সুদৃর্শ্যমান এ ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে । নেওয়াশী ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার হাস্পাতাল রোডের পশ্চিমে প্রায় ৪ কি.মি. দূরে অবস্থিত । [২]
নদ-নদী
[সম্পাদনা]নেওয়াশী ইউনয়নে নদী সমুহ= সাতকুড়া নদী, বুডিরছড়া নদী, পানাকুড়ি নদী, কাশীরডারা নদী । খাল সমুহ= রুয়ার বিল, সুখাতী বিল ।।[২]
দর্শনীয়
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উপজেলা, নাগেশ্বরী (২৮ জুলাই,২০২১)। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই, ২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ গ ঘ ইউনিয়ন, নেওয়াশী (২৮ জুলাই, ২০২১)। "নেওয়াশী ইউনিয়ন"। নেওয়াশী ইউনিয়ন। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই, ২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)