মালাউই ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালাউই ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬৬; ৫৮ বছর আগে (1966)[১]
সদর দপ্তরলিলোঙ্গুই, মালাউই
ফিফা অধিভুক্তি১৯৬৮[১]
ক্যাফ অধিভুক্তি
  • ১৯৭৩ (অস্থায়ী সদস্য)[২]
  • ১৯৭৪[৩]
সভাপতিমালাউই ওয়াল্টার এনইয়ামিয়ান্দু
সহ-সভাপতি
  • মালাউই জাব্বার আলিদে
  • মালাউই জেমস এমওয়েন্দা
ওয়েবসাইটwww.fam.mw

মালাউই ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Football Association of Malawi; এছাড়াও সংক্ষেপে এফএএম নামে পরিচিত) হচ্ছে মালাউইয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৮ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মালাউইয়ের রাজধানী লিলোঙ্গুইয়ে অবস্থিত।

এই সংস্থাটি মালাউইয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মালাউই সুপার লীগ এবং এফআইএসডি চ্যালেঞ্জ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মালাউই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়াল্টার এনইয়ামিয়ান্দু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আলফ্রেদ গুন্ডা।

কর্মকর্তা[সম্পাদনা]

২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি ওয়াল্টার এনইয়ামিয়ান্দু
সহ-সভাপতি জাব্বার আলিদে
জেমস এমওয়েন্দা
সাধারণ সম্পাদক আলফ্রেদ গুন্ডা
কোষাধ্যক্ষ ক্রিস্টোফার এমদোলো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক গোমেজ্জানি জাকাজাকা
প্রযুক্তিগত পরিচালক জন কাপুতা
ফুটসাল সমন্বয়কারী পিকায়ো এনগালামিলা
জাতীয় দলের কোচ (পুরুষ) মেকে এমওয়াসে
জাতীয় দলের কোচ (নারী) ম্যাকনার্বার্ট কাজুওয়া
রেফারি সমন্বয়কারী ম্যাক্সওয়েল এমটোঙ্গা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. The Daily Times (Malawi). 18 July 1973.
  3. The Daily Times (Malawi). 24 April 1974.

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:মালাউই-এ ফুটবল টেমপ্লেট:মালাউই ফুটবল অ্যাসোসিয়েশন