বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৬৬[১] |
সদর দপ্তর | গাবুরুনি, বতসোয়ানা |
ফিফা অধিভুক্তি | ১৯৭৮[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৭৬ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | ![]() |
ওয়েবসাইট | www |
বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Botswana Football Association; এছাড়াও সংক্ষেপে বিএফএ নামে পরিচিত) হচ্ছে বতসোয়ানার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১০ বছর পর ১৯৭৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বতসোয়ানার রাজধানী গাবুরুনিতে অবস্থিত।
এই সংস্থাটি বতসোয়ানার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ম্যাকলিন লেটশউইটি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এমফলো এডউইন এমফলো।
কর্মকর্তা[সম্পাদনা]
- ২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ম্যাকলিন লেটশউইটি |
সহ-সভাপতি | সেগোলামে রামোথওয়া |
সাধারণ সম্পাদক | এমফলো এডউইন এমফলো |
কোষাধ্যক্ষ | ডেভিড কাঞ্জি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ফাকামিলে ক্রাই |
প্রযুক্তিগত পরিচালক | ক্যারোলিন ব্রোন |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | অ্যাডেল আম্রুচে |
জাতীয় দলের কোচ (নারী) | গাওলেথো এনকুটলুইসাং |
রেফারি সমন্বয়কারী | ফোডিসো রাসেটসোগা |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- ফিফা-এ বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
- ক্যাফ-এ বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
টেমপ্লেট:বতসোয়ানা-এ ফুটবল টেমপ্লেট:বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন