কোমোরোস ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোমোরোস ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৭৯; ৪৫ বছর আগে (1979)[১]
সদর দপ্তরমরোনি, কোমোরোস
ফিফা অধিভুক্তি২০০৫[১]
ক্যাফ অধিভুক্তি২০০৩
সভাপতিকোমোরোস কানিজাত ইব্রাহিম
সহ-সভাপতিকোমোরোস সুলাইমানা সুজ্য
ওয়েবসাইটwww.ffcomores.com

কোমোরোস ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération de Football des Comores, ইংরেজি: Comoros Football Federation; এছাড়াও সংক্ষেপে এফএফসি নামে পরিচিত) হচ্ছে কোমোরোসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ২০০৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কোমোরোসের রাজধানী মরোনিতে অবস্থিত।

এই সংস্থাটি কোমোরোসের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কোমোরোস প্রিমিয়ার লীগ এবং কোমোরোস কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কোমোরোস ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কানিজাত ইব্রাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জামালুদ্দিন আলিফেনি।

কর্মকর্তা[সম্পাদনা]

২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি কানিজাত ইব্রাহিম
সহ-সভাপতি সুলাইমানা সুজ্য
সাধারণ সম্পাদক জামালুদ্দিন আলিফেনি
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক আয়ুবা মুসা
ফুটসাল সমন্বয়কারী আলি ফ্রাঁসোয়া
জাতীয় দলের কোচ (পুরুষ) আমি আব্দু
জাতীয় দলের কোচ (নারী) সুজয় মহন্দি
রেফারি সমন্বয়কারী জেউদিন আব্দু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]