লেসোথো ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেসোথো ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৩২; ৯২ বছর আগে (1932)[১]
সদর দপ্তরমাসেরু, লেসোথো
ফিফা অধিভুক্তি১৯৬৪[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৩
সভাপতিলেসোথো সালেমানে ফাফানে
সহ-সভাপতি
  • লেসোথো রান্তসুবিসে মাতেত
  • লেসোথো খিবা মোহোয়ানিয়ানে
  • লেসোথো লেবোহাং টোটানিয়ানা
ওয়েবসাইটwww.lesothofootball.com

লেসোথো ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Lesotho Football Association; এছাড়াও সংক্ষেপে এলইএফএ নামে পরিচিত) হচ্ছে লেসোথোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩২ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লেসোথোর রাজধানী মাসেরুতে অবস্থিত।

এই সংস্থাটি লেসোথোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লেসোথো প্রিমিয়ার লীগ এবং লেসেথো স্বাধীনতা কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লেসোথো ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সালেমানে ফাফানে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মখোসি মোহাপি।

কর্মকর্তা[সম্পাদনা]

২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি সালেমানে ফাফানে
সহ-সভাপতি রান্তসুবিসে মাতেত
খিবা মোহোয়ানিয়ানে
লেবোহাং টোটানিয়ানা
সাধারণ সম্পাদক মখোসি মোহাপি
কোষাধ্যক্ষ মখোসি মোহাপি
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক টাবো মারেটলানে
প্রযুক্তিগত পরিচালক লেসলি নটসি
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) থাবো সেনং
জাতীয় দলের কোচ (নারী) লিরে ফিরি
রেফারি সমন্বয়কারী থাবো পুলে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]