বেনিন ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেনিন ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬০; ৬৪ বছর আগে (1960)[১]
সদর দপ্তরপোর্তো-নোভো, বেনিন
ফিফা অধিভুক্তি১৯৬৪[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৩
সভাপতিবেনিন মাথুরিন দে চাকুস
সহ-সভাপতি
  • বেনিন ব্রুনো দিদাভি
  • বেনিন কতো গবিয়ান
  • বেনিন লুইস-ফিলিপে হুন্দেগনন
ওয়েবসাইটfebefoot.org

বেনিন ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Béninoise de Football, ইংরেজি: Benin Football Federation; এছাড়াও সংক্ষেপে ফেবেফুট নামে পরিচিত) হচ্ছে বেনিনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বেনিনের রাজধানী পোর্তো-নোভোয় অবস্থিত।

এই সংস্থাটি বেনিনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বেনিন প্রিমিয়ার লীগ, বেনিন কাপ এবং বেনিন সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বেনিন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মাথুরিন দে চাকুস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ক্লাউদে পাকি।

কর্মকর্তা[সম্পাদনা]

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি মাথুরিন দে চাকুস
সহ-সভাপতি ব্রুনো দিদাভি
কতো গবিয়ান
লুইস-ফিলিপে হুন্দেগনন
সাধারণ সম্পাদক ক্লাউদে পাকি
কোষাধ্যক্ষ কতো গবিয়ান
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক আদোলফে ওগুয়োন
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) মিচেল দুসুয়ার
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী টমাস বকো

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]