জাঞ্জিবার ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাঞ্জিবার ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯২৬; ৯৮ বছর আগে (1926)
সদর দপ্তরজাঞ্জিবার সিটি, জাঞ্জিবার
ফিফা অধিভুক্তিনেই
ক্যাফ অধিভুক্তি২০০৪ (সহযোগী সদস্য)[১]
সভাপতিজাঞ্জিবার সেইফ কম্বো পান্দু

জাঞ্জিবার ফুটবল ফেডারেশন (সোয়াহিলি: Shirikisho la Mpira wa Miguu Zanzibar, ইংরেজি: Zanzibar Football Federation; এছাড়াও পূর্বে জাঞ্জিবার ফুটবল অ্যাসোসিয়েশন[২] এবং সংক্ষেপে এপিএফ নামে পরিচিত) হচ্ছে জাঞ্জিবারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭৮ বছর পর সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সহযোগী সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জাঞ্জিবারের রাজধানী জাঞ্জিবার সিটিতে অবস্থিত।

এই সংস্থাটি জাঞ্জিবারের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জাঞ্জিবার প্রিমিয়ার লীগ, জাঞ্জিবারি কাপ এবং জাঞ্জিবারি চ্যারিটি শিল্ডের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জাঞ্জিবার ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সেইফ কম্বো পান্দু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Caf welcomes Zanzibar"। BBC News। ২০০৪-০৬-২২। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৮ 
  2. "ZFF yanukia – Shirikisho la Mpira wa Miguu Zanzibar"Zanzibar24। ২২ মার্চ ২০১৭। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 

টেমপ্লেট:জাঞ্জিবার-এ ফুটবল টেমপ্লেট:জাঞ্জিবার ফুটবল ফেডারেশন