বিষুবীয় গিনীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৭৫[১][২] |
সদর দপ্তর | মালাবো, বিষুবীয় গিনি |
ফিফা অধিভুক্তি | ১৯৮৬[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৮৬ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | ![]() |
ওয়েবসাইট | www |
বিষুবীয় গিনীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Ecuatoguineana de Fútbol, ইংরেজি: Equatoguinean Football Federation; এছাড়াও সংক্ষেপে ইএফএফ নামে পরিচিত) হচ্ছে বিষুবীয় গিনির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বিষুবীয় গিনির রাজধানী মালাবোয় অবস্থিত।
এই সংস্থাটি বিষুবীয় গিনির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বিষুবীয় গিনীয় প্রিমিয়ার লীগ এবং বিষুবীয় গিনীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বিষুবীয় গিনীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গুস্তাভো এনদং এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মারিয়ানো এবাং অয়োনো।
কর্মকর্তা
[সম্পাদনা]- ২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | গুস্তাভো এনদং |
সহ-সভাপতি | ভেনান্সিও এনদং |
সাধারণ সম্পাদক | মারিয়ানো এবাং অয়োনো |
কোষাধ্যক্ষ | এনসি এনগুয়েমা মানুয়েল |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | দাবিদ মনসুং এনদ্রুং |
প্রযুক্তিগত পরিচালক | হিগিনিও কামারাসা |
ফুটসাল সমন্বয়কারী | ফ্রান্সিস্কো এনদং |
জাতীয় দলের কোচ (পুরুষ) | |
জাতীয় দলের কোচ (নারী) | জঁ পল এমপিলা |
রেফারি সমন্বয়কারী | আনহেল আন্তোনিও ওয়োনা |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
(স্পেনীয়)
- ফিফা-এ বিষুবীয় গিনীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ বিষুবীয় গিনীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)