বিষয়বস্তুতে চলুন

সুদান ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুদান ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৩৬; ৮৮ বছর আগে (1936)[]
সদর দপ্তরখার্তুম, সুদান
ফিফা অধিভুক্তি১৯৪৮[]
ক্যাফ অধিভুক্তি১৯৫৭
সভাপতিসুদান কামাল শাদ্দাদ
সহ-সভাপতি
  • সুদান নাসরেলদ্বীন আহমেদ
  • সুদান আমির মুহাম্মদ
  • সুদান মুহাম্মদ গালাল আহমেদ
  • সুদান আমির ওসমান
ওয়েবসাইটsudanfa.com

সুদান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الإتحاد السوداني لكرة القدم, ইংরেজি: Sudan Football Association; এছাড়াও সংক্ষেপে এসএফএ নামে পরিচিত) হচ্ছে সুদানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২১ বছর পর ১৯৫৭ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত।

এই সংস্থাটি সুদানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সুদান প্রিমিয়ার লীগ এবং সুদান কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সুদান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কামাল শাদ্দাদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হাসান আবু গাবাল।

কর্মকর্তা

[সম্পাদনা]
২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি কামাল শাদ্দাদ
সহ-সভাপতি নাসরেলদ্বীন আহমেদ
আমির মুহাম্মদ
মুহাম্মদ গালাল আহমেদ
আমির ওসমান
সাধারণ সম্পাদক হাসান আবু গাবাল
কোষাধ্যক্ষ ওসামা আল মানান
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক তারিক আত্তা সালিহ
প্রযুক্তিগত পরিচালক আহমেদ ওসমান
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) হুবার্ট ভেলুড
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]