ইথিওপিয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইথিওপিয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৪৩; ৮১ বছর আগে (1943)[১]
সদর দপ্তরআদ্দিস আবাবা, ইথিওপিয়া
ফিফা অধিভুক্তি১৯৫২[১]
ক্যাফ অধিভুক্তি১৯৫৭
সভাপতিইথিওপিয়া ইসায়াস জিরা বশো
সহ-সভাপতিইথিওপিয়া আওয়েল আব্দুররহিম ইব্রাহিম
ওয়েবসাইটtheeff.org/en/

ইথিওপিয় ফুটবল ফেডারেশন (আমহারীয়: የኢትዮጵያ እግር ኳስ ፌዴሬሽን, ইংরেজি: Ethiopian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফফ৮ নামে পরিচিত) হচ্ছে ইথিওপিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৫৭ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত।

এই সংস্থাটি ইথিওপিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইথিওপিয় প্রিমিয়ার লীগ, ইথিওপিয় কাপ এবং ইথিওপিয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইথিওপিয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইসায়াস জিরা বশো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বাহিরু তিলাহুন নিমেরি।

কর্মকর্তা[সম্পাদনা]

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি ইসায়াস জিরা বশো
সহ-সভাপতি আওয়েল আব্দুররহিম ইব্রাহিম
সাধারণ সম্পাদক বাহিরু তিলাহুন নিমেরি
কোষাধ্যক্ষ লুলেসেগেদ বেগাশো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আয়েলে মেলাকু
প্রযুক্তিগত পরিচালক মেকোন্নেন বেদানে
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) আব্রাহাম মেব্রাতু
জাতীয় দলের কোচ (নারী) বিরহানু গিজাউ
রেফারি সমন্বয়কারী সিয়ামরেগন ওয়েলদেমারিয়াম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]