কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯১৯; ১০৫ বছর আগে (1919)[১]
সদর দপ্তরকিনশাসা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
ফিফা অধিভুক্তি১৯৬৪[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৪
সভাপতিগণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র কন্সতঁত ওমারি
সহ-সভাপতি
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেওবালদ বোঁদেমুঙ্গু
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ববো বোঁদেম্বে
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আদোলফে কাবাম্বা
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জঁ মারি তাম্বোয়ে
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দোনাতিয়েঁ শিমাঙ্গা
ওয়েবসাইটwww.fecofa.cd

কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ফরাসি: Fédération Congolaise de Football-Association, ইংরেজি: Congolese Association Football Federation; এছাড়াও সংক্ষেপে এফইসিওপিএ নামে পরিচিত) হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় অবস্থিত।

এই সংস্থাটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিনাফুট, কঙ্গো কাপ এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কন্সতঁত ওমারি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বেলগে সিতুয়াতালা।

কর্মকর্তা[সম্পাদনা]

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি কন্সতঁত ওমারি
সহ-সভাপতি থেওবালদ বোঁদেমুঙ্গু
ববো বোঁদেম্বে
আদোলফে কাবাম্বা
জঁ মারি তাম্বোয়ে
দোনাতিয়েঁ শিমাঙ্গা
সাধারণ সম্পাদক বেলগে সিতুয়াতালা
কোষাধ্যক্ষ বোকানিয়াঙ্গা বোঁদেম্বে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক মোদেস্তে এনজিলা ফানান
প্রযুক্তিগত পরিচালক ক্রিস্টিয়ান এনসেঙ্গি-বিয়েম্বে
ফুটসাল সমন্বয়কারী মাক্সান্স কান্দো
জাতীয় দলের কোচ (পুরুষ) ক্রিস্টিয়ান এনসেঙ্গি-বিয়েম্বে
জাতীয় দলের কোচ (নারী) মার্সেলো কাদিয়াম্বা
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-এ ফুটবল টেমপ্লেট:কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন