বিষয়বস্তুতে চলুন

অ্যাঙ্গোলীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাঙ্গোলীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৭৯; ৪৫ বছর আগে (1979)[]
সদর দপ্তরলুয়ান্ডা, অ্যাঙ্গোলা
ফিফা অধিভুক্তি১৯৮০[]
ক্যাফ অধিভুক্তি১৯৮০
সভাপতিঅ্যাঙ্গোলা আর্তুর সিলভা
সহ-সভাপতি
  • অ্যাঙ্গোলা ওসভালদো সাতুর্নিনো
  • অ্যাঙ্গোলা হোসে মাচাইয়া
ওয়েবসাইটfaf.co.ao

অ্যাঙ্গোলীয় ফুটবল ফেডারেশন (পর্তুগিজ: Federação Angolana de Futebol, ইংরেজি: Angolan Football Federation; এছাড়াও সংক্ষেপে এফএএফ নামে পরিচিত) হচ্ছে অ্যাঙ্গোলার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার পরের বছর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় অবস্থিত।

এই সংস্থাটি অ্যাঙ্গোলার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে অ্যাঙ্গোলীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আর্তুর সিলভা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফের্নান্দো কোস্তা।

কর্মকর্তা

[সম্পাদনা]
২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি আর্তুর সিলভা
সহ-সভাপতি ওসভালদো সাতুর্নিনো
হোসে মাচাইয়া
সাধারণ সম্পাদক ফের্নান্দো কোস্তা
কোষাধ্যক্ষ আন্তোনিও সিমাও
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আর্লিন্দো ওলিভেইরা
প্রযুক্তিগত পরিচালক জুয়াও গোমেস
ফুটসাল সমন্বয়কারী মিগেল নোয়ে আলেক্সান্দ্রে
জাতীয় দলের কোচ (পুরুষ) পেদ্রো গন্সালভেস
জাতীয় দলের কোচ (নারী) লুর্দেস লুতোন্দা
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]