মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৬১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | মাওলানা তাজুল ইসলাম |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ১৫০০ |
ঠিকানা | তেজগাঁও , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১০৮৫৩২ |
এমপিও সংখ্যা | ২৬১৭০৪২৪০২ |
ওয়েবসাইট | http://108532.ebmeb.gov.bd/ |
মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁওয়ে অবস্থিত একটি খ্যাতনামা মহিলা আলিয়া মাদ্রাসা।[১][২] ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা দাখিল ও আলিম শ্রেণীর ফলাফলের জন্য পরিচিতি লাভ করেছে।[৩][১] মাদ্রাসাটির বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা তাজুল ইসলাম।[৪]
ইতিহাস[সম্পাদনা]
১৯৬১ সালে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই মাদ্রাসা অতিদ্রুত কামিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। ১৯৬১ সালের ১ জানুয়ারি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এবং ১৯৭৯ সালের ১ জুলাই বাংলাদেশ সরকার কতৃক অনুমোদন লাভ করে।[৫] এরপর ২০০৬ সালে এই মাদ্রাসাটি ফাজিল ও কামিল ডিগ্রি সাধারণ সন্মান ও মাস্টার্সের মানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত হয়।[৬] এরপরে ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়।
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা পড়াশোনার মানের দিক থেকে একটি উল্লেখযোগ্য মাদ্রাসা।[৭] মাদ্রাসাটির দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক শাখা রয়েছে। এছাড়া ফাজিল ও কামিল শ্রেণীতে কিছু বিভাগ রয়েছে। এই মাদ্রাসার সহ কার্যক্রমের জন্য বালক শাখা রয়েছে, সেই মাদ্রাসার নাম মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট বালক কামিল মাদ্রাসা।
সুযোগ-সুবিধা[সম্পাদনা]
মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট কামিল মাদ্রাসা আধুনিক সুযোগসুবিধা সম্বলিত একটি মাদ্রাসা। গ্রন্থগার, খেলার মাঠ, নামাজের স্থান, পড়াশোনার জন্য কক্ষরুম প্রভৃতি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। মাদ্রাসার ছাত্রীরা দ্বারা যৌনশিক্ষার সুযোগও পাচ্ছে।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব। "মদিনাতুল উলুম মাদ্রাসার সাফল্য"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ ক খ "মহিলা মাদ্রাসাতেও যৌন-প্রজনন স্বাস্থ্যশিক্ষায় আগ্রহ বাড়ছে"। ২০১৯-১১-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "ইবতেদায়ি মাদ্রাসা দেশের সেরা ২০ | Jugantor"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Welle (www.dw.com), Deutsche। "খেলাধুলার সুযোগ বঞ্চিত মাদ্রাসার শিক্ষার্থীরা | DW | 14.09.2020"। DW.COM। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "Madinatul Ulum Model Insti. Womens Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "কামিল পরীক্ষার নোটিশ- ২০১৮" (পিডিএফ)। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ১০ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১।
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঁচ ক্যাটাগরিতে ভাগ হচ্ছে"। চাঁদপুর টাইমস। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১।