ভাদেশ্বর ইউনিয়ন, গোলাপগঞ্জ
ভাদেশ্বর | |
---|---|
ইউনিয়ন | |
৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ। | |
![]() ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ ভবন। | |
ডাকনাম: ভাদেশর | |
বাংলাদেশে ভাদেশ্বর ইউনিয়ন, গোলাপগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৫′১৫.৯৯৮″ উত্তর ৯২°১′১৪.০০২″ পূর্ব / ২৪.৭৫৪৪৪৩৮৯° উত্তর ৯২.০২০৫৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোলাপগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩,২৯০ হেক্টর (৮,১৩১ একর) |
জনসংখ্যা | |
• মোট | ৩৬,২৭২ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | শিক্ষার হার: ৭৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩৮ ১৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভাদেশ্বর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। [১][২][৩]
ইতিহাস[সম্পাদনা]
ঐতিহ্যবাহী ভাদেশ্বর একটি অতি প্রাচীন ইউনিয়ন। একটি জনবহুল ইউনিয়ন। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২]
অবস্থান[সম্পাদনা]
পূর্বে কুশিয়ারা নদী, পশ্চিমে ঘিলাছড়া ও মোগলা বাজার ইউনিয়ন,উত্তরে লক্ষণাবন্দ ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে কুশিয়ারা নদী ও শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ।[১][২]
গ্রাম সমূহ[সম্পাদনা]
মৌজার সংখ্যা: ১২ টি, ওয়ার্ডের সংখ্যা: ০৯টি, গ্রামের সংখ্যা ৩৫ টিগ্রাম সমূহ- নালিউরি, নুরপুর, তেরাপুর, কৃঞ্চপুর, উজানমেহরপুর, পূর্ব ভাগ, রাজাপুর, ফতেহখানি, ছিলিমখানি, ফকিরটুল, নোয়াপাড়া, কলাশহর, মাইজ ভাগ, ছিলিমপুর, দক্ষিণ ভাগ, দরগা দাইড়, শেখপাড়া, পশ্চিম ভাগ, দখারপাড়া, মোড়ারকিয়ার, তেরাগুলি, দক্ষিণ গাও, উত্তর গাও, খমিয়া পাত্তন, মাসুরা(বড়বাড়ি), শিতেশ্বর, শেখপুর, গোটারগাও, গোয়াসপুর, নিয়াগুল, কাটাখালের পার, কুলিয়া, (হাওরতলা, ফতেহপুর।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
মোট ৫০,০০০ জন, (পুরুষ ২৪,৮০০ জন, নারী ২৫, ২০০ জন)। ভোটার সংখ্যা ৩০,৪২৯ জন, পুরুষ ১৬৭২১ জন, মহিলা ১০৭০৮ জন।[১][২]
আয়তন[সম্পাদনা]
৩৩ বর্গকিলোমিটার। গোলাপগঞ্জ উপজেলা হতে দুরত্ত ১২ কিঃমিঃ। [১][২]
শিক্ষা[সম্পাদনা]
সাক্ষরতার হারঃ- ৭৫%[১]
- প্রাথমিক বিদ্যালয়ের: সরকারি ২৩টি, বেসরকারী ০২টি, (রেজি:) কমিউনিটি(কেজি) ৪টি;
- মাদ্রাসার সংখ্যাঃ আলীয়া ২টি, কওমি ৭টি, অন্যান্য ৪টি।
- কলেজের সংখ্যা- বেসরকারী (মহিলা) ১টি।
- ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যাঃ মসজিদ- ৫৬টি, মন্দির- ৫টি
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান :-[১]
- ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজ
- ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যাল
- সুন্দ্রাটিকি আনওয়ারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা
- ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসায়
- মকবুল আহমদ আইডিয়াল একাডেমী[৪]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:[সম্পাদনা]
- আব্দুল মতিন চৌধুরী সাবেক মন্ত্রী।[১]
- খান বাহাদুর নাছির উদ্দিন চৌধুরী সাবেক চিফ জুডিশিয়াল মাজেস্ট্রেট, কলকাতা।[১]
- খান বাহাদুর এম.ডি মাহমুদ চৌধুরী সাবেক চেয়াম্যান রেভিনিউ বোর্ড পাকিস্তান, (সিতারা পাকিস্তান)[১]
- ছাদিকুর রহমান চৌধুরী- সাবেক মেজর জেনারেল।[১]
- আফতাব আলী- বীর উত্তম, বীর প্রতীক (অবঃক্যাপটেন)[১]
- শমসের মবিন চৌধুরী- বীর বিক্রম, সাবেক পরঃ সচিব।[১]
- শরফ উদ্দিন খছরু- সাবেক এমপি।[১]
- আলাউদ্দিন চৌধুরী- কমোডর। [১]
- শাফায়েত আহমদ চৌধুরী- প্রতিষ্ঠাতা, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও সাবেক জালানী সচিব।[১]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ভাদেশ্বর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ ক খ গ ঘ ঙ চ গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
- ↑ "গোলাপগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭।
- ↑ "Mokbul Ahmed Ideal Academy"। Mokbul Ahmed Ideal Academy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৩।